ফ্রি ফ্রি ফ্রি! এবার বিনামূল্যেই বাড়িতে পাবেন কারেন্ট, এই সরকারি স্কিম না জানলেই বড় লস

বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলায় আমরা প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পর্কে পড়েছি। অপ্রচলিত শক্তির মধ্যে সৌরশক্তি (Solar Panel) অন্যতম। সৌরশক্তি বা সৌর বিদ্যুতের মাধ্যমে খুব কম খরচে আমরা দৈনন্দিন জীবনের সমস্ত বৈদ্যুতিক পণ্য চালাতে পারি। সম্প্রতি দিল্লি সরকার সৌর বিদ্যুতে ভর্তুকি দিতে শুরু করেছে।

দিল্লি সরকার আবাসিক গ্রাহকদের জন্য সৌর বিদ্যুতের (Solar Panel) উপর ভর্তুকি দেওয়া শুরু করেছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের প্রতি কিলোওয়াট ২০০০ টাকা হিসাবে ভর্তুকি দেওয়া হবে। প্রতি গ্রাহককে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। গ্রাহকের প্রথম বিদ্যুতের বিল আসার পর পাশ হবে এই ভর্তুকি।

   

আরোও পড়ুন : রাতের ঘুম উড়ল অর্পিতার! নিয়োগ মামলায় নয়া মোড়, টাকার উৎস জানতে এবার চরম পদক্ষেপ!

দিল্লি সৌর শক্তি নীতি ২০২৩ সালে অন্তর্ভুক্ত ছিল এই প্রকল্প। সৌর বিদ্যুতে ভর্তুকি আলাদাভাবে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকেও দেওয়া হয়ে থাকে। যে সকল গ্রাহক ১৫০ ইউনিটের কম খরচ করবেন, তাদের প্রতি কিলো ওয়াট ৩০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে। পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুকদের।

Start a solar panel business with only 70 thousand rupees

এই সাইটে ভিজিট করে ক্লিক করতে হবে Apply for Rooftop Solar- অপশনে। তারপর আপনাকে বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন করানোর পর দিতে হবে যাবতীয় তথ্য। তথ্য পূরণের পর সাবমিট বটনে ক্লিক করতে হবে। আবেদন জমা পরলে আপনার সমস্ত তথ্য যাচাই করা হবে। যদি আপনি এলিজিবল হন তাহলে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর