খেয়ে যান পেটপুরে, দিতে হবে না এক টাকাও! আজ্ঞে হ্যাঁ, ভারতেই রয়েছে সেই রেস্তরাঁ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এখনকার দিনে আপনি যখনই রেস্তোরাঁয় গিয়ে কিছু খাওয়ার অর্ডার করেন তার বিলও চলে আসে একটা বড় অংকের, যার জন্য টাকা বার করতে অনেকেরই বেশ অস্বস্তি হয়। অনেকসময় মনে হয় যে, রেস্তোরাঁয় খাবারের জন্য এত টাকা খরচ না করলেই ভালো হতো। কিন্তু আমরা যদি বলি যে ভারতে একটি চমকপ্রদ রেস্তোরাঁ রয়েছে যেখানে আপনার এই আপসোস মিটতে পারে এবং দুর্দান্ত সমস্ত খাওয়ারের আইটেম পেতে পারেন বিনামূল্যে, তাহলে?

হ্যাঁ অবাস্তব মনে হলেও ভারতে এমন একটি রেস্তোরাঁ আছে যেখানে আপনি বিনামূল্যে খাবার পাবেন। আপনি একটি পেট পুরে আহার করতে পারেন এবং আশ্চর্যের বিষয়, এখানে খাওয়ার জন্য আপনাকে টাকা দিতে হবে না, তার বদলে আপনাকে পলিথিন কিনে দিতে হবে। সর্বোপরি, কেন এমন হয়, আসুন বুঝে নেওয়া যাক।

হ্যাঁ, এমনই এক অনন্য রেস্তোরাঁ খুলেছে ছত্তিশগড়ে। এখানে এসে পেটভরে আহার করলেও আপনাকে এক টাকাও কাউকে দিতে হবে না। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এই অনন্য রেস্তোরাঁটি খোলা হয়েছে। খাবারের জন্য এখানে আসা ক্রেতাদের কাছ থেকে এক টাকাও নেওয়া হয় না। তাদের যা করতে হবে তা হল টাকার বদলে এক কেজি পলিথিন এনে দিতে হবে।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে রেস্টুরেন্টগুলো টাকার বদলে পলিথিন নিচ্ছে কেন? তার কারণ হলো রায়পুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে। এখানে প্রশাসন শহরকে সম্পূর্ণ পলিথিনমুক্ত করতে চায়। এ কারণে জনগণকে সচেতন করার জন্য তাদের একটু লোভ দেখানো হয়েছে। এর উদ্দেশ্য হলো মানুষ যেন বিনামূল্যের খাবারের জন্য পলিথিন আর ভুল জায়গায় না ফেলে।

SnapEdit

পৌর কর্পোরেশনের সহায়তায় রায়পুরের শাস্ত্রী মার্কেটে এই ফুড ব্যাঙ্ক খোলা হয়েছে। রেস্তোরাঁ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জাহ্নবী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। এখানে আপনি মাত্র ১ কেজি পলিথিন নিয়ে আসলে পেয়ে যাবেন তাজা জলখাওয়ার। বর্তমানে পৌর কর্পোরেশন পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করতে চায়। রায়পুরায় পলিথিনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ব্যবহার কমানো যাচ্ছে না। একইসঙ্গে পরিচ্ছন্নতা নিরীখে শহরের নাম দৃষ্টান্ত হিসাবে দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।


Reetabrata Deb

সম্পর্কিত খবর