বাংলা হান্ট ডেস্ক: এ যেন উলট পুরাণ! এমনিতেই সকলে ভেবেছিলেন যে, ভোটের আবহ মিটলেই ফের ঊর্ধ্বমুখী হবে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডারের দাম। কিন্তু এখনও পর্যন্ত সংস্থাগুলি গ্যাসের দাম বাড়ানোর পথে হাঁটেনি। উল্টে গ্রাহকদের জন্য উপলব্ধ হচ্ছে এক সুবর্ণ সুযোগ!
জানা গিয়েছে যে, চলতি বছরের হোলিতেই মাত্র ৬৩৪ টাকার বিনিময়েই বাড়িতে সিলিন্ডার আনতে পারবেন গ্রাহকেরা। এমনিতে বর্তমানে রাজধানী শহর দিল্লিতে ১৪.১ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকা। তবে, সেই দাম আগামী দিনে হাজারের গন্ডীর কাছাকাছি পৌঁছতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। যদিও, মাত্র ৬৩৩.৫০ টাকাতেই ১০ কেজি ওজনের কম্পোজিট সিলিন্ডার ভর্তি করা যাচ্ছে দিল্লিতে!
শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তেই একদম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এই সিলিন্ডার। জয়পুরে এই সিলিন্ডারের জন্য ৬৩৭ টাকা দিতে হবে গ্রাহকদের। পাশাপাশি, লখনউতে এর দাম ৬৬০ টাকা এবং পাটনায় এটি প্রায় ৬৯৭ টাকার বিনিময়ে পাওয়া যাবে। এছাড়াও, দেশের অন্যতম দু’টি মেট্রো শহরেও উপলব্ধ থাকছে এই সুবিধা। মুম্বইতে ১০ কেজি গ্যাস সহ কম্পোজিট সিলিন্ডারের দাম ৬৩৪ টাকা। এদিকে, কলকাতায় এর দাম ৬৫২ টাকা।
যদিও, সম্প্রতি বিজেপির ইস্তেহার অনুযায়ী জানা গিয়েছে যে, প্রতি বছর হোলি ও দীপাবলিতে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে দু’টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। যদিও, এই হোলিতেই সেই বিনামূল্যের সিলিন্ডার পাওয়া যাবে কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
তবে উল্লেখ্য যে, কম্পোজিট গ্যাস সিলিন্ডার সবসাকুল্যে ১০ কেজি গ্যাস ধারণ করে। পাশাপাশি, এই সিলিন্ডারগুলি সাধারণ সিলিন্ডারের তুলনায় অনেক হালকা হয়। এই সিলিন্ডার লোহার সিলিন্ডারের চেয়ে প্রায় ৭ কেজি হালকা। যার কারণে এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। এছাড়াও, মহিলা এবং বয়স্করা অত্যন্ত সহজেই এটি ব্যবহার করতে সক্ষম।
এর তিনটি স্তর থাকলেও এগুলির খালি সিলিন্ডারের ওজন ১৭ কেজি হয় এবং ভর্তি অবস্থায় এগুলির ওজন ৩১ কেজির মত হয়। সবচেয়ে বড় ব্যাপার হল এই সিলিন্ডারের দৌলতে বাড়িতে গ্যাসের খরচও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়। যেসব পরিবারে সদস্য সংখ্যা সাধারণত কম থাকে সেগুলির ক্ষেত্রেও এটি অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার