বিনামূল্যে কোর্স করেই পেয়ে যান চাকরি, বেকারদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল বাংলার এই ইন্সটিটিউট

   

বাংলাহান্ট ডেস্কঃ বেকার যুবক যুবতীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এল সিউড়ি ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (suri institute of hotel management)। যেখানে বিনামূল্যে কোর্সের মাধ্যমেই হবে স্বপ্নপূরণ। স্বল্প দিনের কোর্স শেষেই মিলবে বিনামূল্যে চাকরির অফারও।

বর্তমান সময়ে বেকার যুবক যুবতীদের জন্য এক দুর্দান্ত সুযোগ করে দিলেন চন্দন মন্ডল। নিজের কাজের পাশাপাশি বেকার যুবক যুবতীদের কথা ভেবে তৈরি করলেন এক ইন্সটিটিউট। যেখান থেকে বিনামূল্যে বেকার যুবক যুবতীদের মাত্র ৪০ দিনের কোর্স করিয়েই দেওয়া হচ্ছে ভালোমানের চাকরিও।

এবিষয়ে সিউড়ি ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কর্ণধার চন্দন মন্ডল জানান, ‘এটা আমার কাছে একটা ড্রিম প্রোজেক্টের মতন। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যেই আমি এই ইন্সটিটিউট তৈরি করেছি। এখানে ৪০ দিনের একটি কোর্স করানো হয়। যেখানে প্রতিটি ব্যাচে প্রায় ২৪-২৫ জন ছেলে মেয়ে ক্লাস করেন। প্রায় প্রতি মাসেই একটা করে কোর্স সম্পন্ন হচ্ছে। আর এই কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যেই করানো হয়। তবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে’।

WhatsApp Image 2022 01 04 at 7.50.01 PM

তিনি আরও বলেন, ‘দরিদ্র, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের জন্য আমার ইন্সটিটিউটের দরজা সর্বদা খোলা রয়েছে। এখানে শুধুমাত্র বিনামূল্যে কোর্স করানোই নয়, বিনামূল্যে চাকরির ব্যবস্থাও করে দেওয়া হয়। অনেকসময় রাজ্যের বাইরেও দেওয়া হয়ে থাকে। যেমন আমেদাবাদ, গোয়া, ইন্দোরসহ বিভিন্ন জায়গার পাচতারা হোটেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।

suri institute of hotel management chandan mondal

এই চাকরিতে একবার সেট হয়ে গেলে, আর পেছনে ফিরে তাকাতে হবে না। ট্রেনিং-র সময় থাকা, খাওয়া এমনকি স্ট্রাইপেনও দেওয়া হয়ে থাকে’।চন্দন মন্ডল আরও জানান, ‘আমার লক্ষ্য ২০২২ সালের মধ্যে এই ইন্সটিটিউট থেকে প্রায় ৩০০০-৩৫০০ জন ছেলে মেয়েকে কর্মসংস্থানের সুযোগ করে দেব। মূলত কর্মসংস্থানই হল আমার মূল লক্ষ্য’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর