লাগবে না এক টাকাও! ফ্রি’তে মিলবে ১টা LPG সিলিন্ডার, দুর্দান্ত উদ্যোগ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বড় সুখবর এই রাজ্যের বাসিন্দাদের জন্য। গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে উত্তরপ্রদেশের উজ্জ্বলা প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের।

যোগী আদিত্যনাথ বুন্দেলশহরের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনায় আওতাভুক্ত থাকা প্রত্যেকটি পরিবারকে উপহার দিয়েছেন। ৩০০ টাকা করে দাম কমিয়েছেন প্রতিটি গ্যাস সিলিন্ডারের। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, দীপাবলীর আগে উজ্জ্বলা যোজনায় নাম থাকা প্রতিটি পরিবারকে একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।”

আরোও পড়ুন: পঞ্চমীতেই বিরাট ‘স্বস্তি’ শুভেন্দুর! বড়সড় কাটলো বিপদ, কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে বিজেপি দাবি করেছিল পুনরায় ক্ষমতায় এলে বছরে দুটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। তবে নির্বাচনের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি এখনো পূরণ করেনি তারা। সূত্রের খবর, সম্প্রতি একটি প্রস্তাব তৈরি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেটি মন্ত্রিসভায় শীঘ্রই পেশ করা হবে।

আরোও পড়ুন: আমরা কোহলিকে বাজে-কথা বলতে ভয় পাই! বিশ্বকাপের মাঝেই স্বীকার করলেন এই ক্রিকেটার

একটি রিপোর্ট দাবি করছে, সরকার সিদ্ধান্ত নিতে চলেছে একটি উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের দাম যা হবে সেটাই সরাসরি পাঠিয়ে দেওয়া হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। যদিও এই রিপোর্ট এও উল্লেখ করেছে এই ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। প্রসঙ্গত, দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের জন্য চালু করা হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প।

liquified petroleum gas

কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছিল ২০১৬ সালে। এই প্রকল্পে বছরে ১২ টি সিলিন্ডার ভর্তুকিতে পাওয়া যায়। এছাড়াও উজ্জ্বলা যোজনার আওতায় উপভোক্তাদের বিনামূল্যে সংযোগ দেওয়া হয়। এই প্রকল্পে পরিবারের মহিলারা আবেদন জানাতে পারেন। বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলি এই প্রকল্পে আবেদনের যোগ্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর