বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র মাঝে একটা দিন। তারপরই রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। একে অপরকে আবির মাখানোর মাধ্যমে অনুষ্ঠিত হবে দোলযাত্রা। এবার রঙের উৎসবের আনন্দ আরও খানিকটা বাড়িয়ে দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা এলপিজি গ্রাহকদের হোলি উপলক্ষে দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)।
হোলি উপলক্ষে ফ্রি’তে সিলিন্ডার (LPG Cylinder)
সূত্রের খবর, পূর্ব প্রতিশ্রুতি মতো হোলি উপলক্ষে রাজ্য সরকারের তরফে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) আওতায় থাকা উপভোক্তারা। বিশেষ এই প্রকল্পের সুবিধা প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দিতে রাজ্য সরকার বরাদ্দ করেছে প্রায় ৩ হাজার কোটি টাকা। উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি মেলে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে।
আরও পড়ুন : বাংলার এই স্টেশন থেকেই ছাড়ে দেশের দ্বিতীয় ধনীতম ট্রেন! নাম জানলে চমকে উঠবেন
তবে ইদানিংকালে কেন্দ্রীয় সরকারের ভর্তুকির উপর অতিরিক্ত ভর্তুকির ঘোষণাও করেছে বেশ কিছু রাজ্য। নির্বাচনের প্রাক্কালেই অবশ্য সরকারের পক্ষ থেকে হোলি এবং দীপাবলির সময়ে বিনামূল্যে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পূর্বের প্রতিশ্রুতি অনুসারে, আজ ১.৮৬ কোটি উজ্জ্বলা উপভোক্তাকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহের বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়।
আরও পড়ুন : মাত্র ৩ মাসেই এত বড় সিদ্ধান্ত! ‘উড়ান’এর পর এবার কপাল পুড়ল এই সিরিয়ালের, রাতারাতি মুখবদল নায়কের?
বর্তমানে এই প্রকল্পের আওতায় রয়েছে দেশের প্রায় ১০ কোটি পরিবার। সূত্রের খবর, বিশেষ এই উদ্যোগের জন্য সরকার খরচ করতে চলেছে ১৮৯০ কোটি টাকা। তবে এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে, আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য অবশ্য এই সুযোগটি নয়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকারের তরফে হোলি উপলক্ষে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
যোগীর দাবি, ২০২০ সালে “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ২০২২ সালে সরকার গঠিত হলে হোলি ও দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পৌঁছে দেওয়া হবে উপভোক্তাদের বাড়িতে। তখন থেকেই এই বিশেষ পরিকল্পনা বাস্তবায়িত হয়ে আসছে প্রতি বছর। এবার হোলি ও রমজান একসাথে পড়েছে, তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই সুবিধার আনন্দ উপভোগ করতে পারবেন।”