ফ্রি ফ্রি ফ্রি! এবার LPG Cylinder মিলবে এক্কেবারে বিনামূল্যে! পুজোর মাসেই মাস্টারস্ট্রোক সরকারের

বাংলাহান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকটা দিন। তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর পর রয়েছে কালীপুজো ও দীপাবলি। অক্টোবর মাস জুড়ে গোটা দেশেই বইবে উৎসবের হাওয়া। এই আবহে বড় খবর উঠে আসছে সরকারের তরফে। সরকারের এই সিদ্ধান্তে লাফিয়ে উঠতে পারেন ঘরের মহিলারা, কারণ দীপাবলীর আগে সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন LPG Cylinder।

বিনে পয়সায় LPG Cylinder

উৎসব মানেই সারা বছরের ক্লান্তি ভুলে আনন্দে মেতে ওঠা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাথে কয়েকটা দিন হইচই করে কাটানো। আর উৎসবের কথা মাথায় আসলেই ওঠে ভুরিভোজের প্রসঙ্গ। তবে আগামী দীপাবলীর আগে সাধারণ মানুষের ভুরিভোজকে আরো সুমধুর করতে বড় সিদ্ধান্ত নিল সরকার। দীপাবলীর আগে বড় সুখবর এলপিজি গ্রাহকের জন্য। উৎসবের মরশুমে আনন্দ হয়ে যেতে পারে দ্বিগুণ। 

আরোও পড়ুন : বলিউড থেকে গায়েব সুশান্ত, প্রাক্তনের চ্যাপ্টার মুছে মা হতে চলেছেন অঙ্কিতা?

এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) কেনার জন্য খরচ করতে হবে না একটা টাকাও। সম্পূর্ণ বিনামূল্যে মিলবে এলপিজি সিলিন্ডার। উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় বিনামূল্যে দেওয়া হবে এলপিজি সিলিন্ডার, অর্থাৎ উজ্জ্বলা যোজনার আওতায় যে LPG Cylinder গ্রাহকরা রয়েছেন তারা বিনামূল্যে পেতে চলেছেন রান্নার গ্যাস।

The price of LPG Cylinder increased in the month of October.

সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দীপাবলীর আগে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকার কাজ শুরু করে দিয়েছে। যোগী আদিত্যনাথ এই উৎসবের মাসে মঞ্জুর করেছেন ২৫ টি প্রস্তাব। সাধারণ মানুষের সুবিধার্থে নেওয়া এই সিদ্ধান্তগুলি নিঃসন্দেহে হাসি ফোটাতে চলেছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের মুখে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর