ভোট চলাকালীন বড় ঘোষণা মমতার! রাজ্যের সবাইকে দেওয়া হবে বিনামূল্যে ভ্যাকসিন

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। শেষ ২৪ ঘন্টায় ফের রেকর্ড ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা পেরোল ৩ লক্ষ। এমনই উদ্বেগ জনক পরিস্থিতির মধ্যে দেশ সহ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো একরকম বিধ্বস্ত বলা যেতে পারে। তবে করোনার এহেন ভয়াল পরিস্থিতির জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক জনসভা থেকে দায়ী করে আসছেন মোদী সরকারকে। ভোট-ষষ্ঠীর দিনের জনসভা থেকেও ব্যতিক্রমী হলেন তৃণমূল নেত্রী। দেশে করোনায় সংকটজনক পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন তিনি।

এদিন দক্ষিণ দিনাজপুরের তপনের জমসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ১৮-র ঊর্ধে রাজ্যের সমস্ত নাগরিকদের বিনামুল্যে ভ্যাকসিন (Free Of Cost Vaccine) দেবে রাজ্য সরকার (TMC)। এদিনের সংক্ষিপ্ত জনসভা থেকে মুখ্যমন্ত্রীর এহেন প্রতিশ্রুতি সমর্থন করেন উপস্থিত জনতা-জনার্দন। তৃণমূল নেত্রী এদিন ফের অভিযোগ করেন, ‘কতদিন ধরে বলছি আমাকে ভ্যাকসিন দাও, আমি রাজ্যবাসীকে বিনামূল্যে তা দেব। কিন্তু দিলই না। এখন বলছে নিজেরা জোগাড় করে নাও।’

Mass vaccination of corona vaccine will be given soon in india

উল্লেখ্য, করোনার ভ্যাকসিনের (Covid Vaccine)  মূল্যে বৈষম্যে নিয়ে আগেই সরব হয়েছিলেন মমতা। সিরাম ইনস্টিটিউটের তরফে কোভিশিল্ডের ভ্যাকসিনের মূল্য রাজ্য সরকার গুলির জন্য ৪০০ টাকা, বেসরকারি হাসপাতাল গুলির জন্য ৬০০ টাকা, সেখানে কেন্দ্রের জন্য শুধুমাত্র ১৫০ টাকা ধার্য করা হয়। যা নিয়ে মমতা আগেই কেন্দ্রকে বিঁধে বলেছেন ‘ভ্যাকসিন নিয়ে ব্যবসা করবেন না’। সেই প্রসঙ্গে ফের এদিন মোদি সরকারকে (Modi Govt) একহাত নেন মমতা। তখনই ভোট ষষ্ঠীর মঞ্চে দাঁড়িয়ে মমতা রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এসবের পাশাপাশি, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলের মৃত্যু নিয়েও দুঃখ প্রকাশ করেন মমতা। তখনই তার নিদান করোনা পরিস্থিতির মধ্যে সবাই মাস্ক পরে ভোট দিতে যান। ভোট না দিলে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে বিজেপি (BJP)। সঙ্গে পেয়ে যাবে এনআরসি-এনপিআরের সুযোগ। তবে তৃণমূল কংগ্রেস যে এরাজ্যে কোনও ভাবেই এনআরসি করতে দেবে না, তা আরও একবার স্মরণ করিয়ে দেন মমতা।


সম্পর্কিত খবর