হাতে আর মাত্র ২০ দিন, এবার পুরো ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি রেশন, বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রের অর্থনীতির উপর চাপ কমানোর জন্য এক বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। করোনা আবহে লকডাউনে কর্মহীন মানুষদের জন্য চালু করা বিনামূল্যে রেশন (Ration card) সামগ্রী প্রদান, এবার থেকে বন্ধ হতে চলেছে। অর্থাৎ, এবার থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (pradhanmantri garib kalyan yojana) অর্থাৎ পিএমজিকেএওয়াই-র আয়ত্তায় গবীরদের আর বিনামূল্যে রেশন দেওয়া হবে না।

এক বিবৃতিতে কেন্দ্র সরকার জানিয়েছিল, বর্তমান সময়ে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। তাই বেশি দিন এই বিনামূল্যের রেশন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর দরকার নেই। যার কারণেই পিএমজিকেএওয়াই নভেম্বরের ৩০ তারিখ অবধি দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় সরকারের খাদ্য আর উপভোক্তা সচিব শুধাংশু পাণ্ডে এমনটাই জানিয়েছিলেন।

Ration Card 2

করোনা আবহ এবং লকডাউনের মধ্যে গত বছর মার্চ মাস থেকে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। আর এই প্রকল্প এপ্রিল-জুন ২০২০-র জন্য শুরু করা হলেও, তা বাড়িয়ে ৩০ শে নভেম্বর ২০২১ পর্যন্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরপর হয়ত আর এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে না। এই প্রকল্পের আয়ত্তায় দেশের প্রায় ৮০ কোটির বেশি মানুষকে প্রতি মাসে ৫ কেজি গম/চাল,  ১ কেজি গোটা ছোলা বিনামূল্যে দেওয়া হত।

ধারণা করা হয়েছিল, সামনেই উত্তরপ্রদেশ এবং বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন থাকার কারণে, এই প্রকল্প আগামী মার্চ মাস পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে শুক্রবার কেন্দ্রীয় সরকারের খাদ্য আর উপভোক্তা সচিব শুধাংশু পাণ্ডে জানান, ‘নভেম্বরের পর এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এখনও অবধি কোন প্রস্তাব আসেনি। তারউপর দেশের অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোন খবর আসেনি’।
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর