করোনা ভাইরাস নিয়ে পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ মমতা সরকারের

ভারতে করোনায় এখনো পর্যন্ত  মৃতের সংখ্যা বেড়ে ৫। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী করোনা (COVID-19) ভাইরাসের ফলে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৬। ফ্রান্স, ইটালি, জা্র্মানিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারতের বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, এছাড়া বিভিন্ন জনবহুল প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এরমধ্যে করোনা নিয়ে সতর্কতা জানিয়ে ফের অনেক কথা বললেন মমতা বন্দ্যোপাদ্ধায়।

এদিন  নবান্নে দাঁড়িয়ে তিনি বলেন যে “ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, অর্থাৎ যাঁরা এই সময় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা যেহেতু দিন-রাত কাজ করছেন, তাই পুজোর পরে তাঁদের বিশেষ ছুটি দেওয়া হবে” ।রেশন দোকান থেকে ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল দেওয়া হবে বলে জানান মমতা বন্দ্যোপাদ্ধায়। তিনি আরও বলেন ২ টাকা কেজি দরে মাসে ৫ কেজি করে ব্যক্তি পিছু চাল পাওয়া যায় রেশন দোকান থেকে।।ীর মাঝে প্রধানমন্ত্রী পাশাপাশি তিনি আগামী রবিবার ২২ তারিখ কার্ফু জারি করেন।1800x1200 coronavirus 1 2“রবিবার বিকেল ৫টার সময় ৫ মিনিট বাড়ির দরজায় দাঁড়িয়ে হাত তালি দিন, ঘণ্টা বাজান, থালা বাজান। এভাবেই এই ৫ মিনিট জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের ধন্যবাদ জানান। পারলে ডাক্তারদের ফোন করে ধন্যবাদ দিন।” আর ইতিমধ্ইযেই টালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪০৫। চীনে এখনও অবধি মৃত্যু হয়েছে ৩,২৪৫ জনের। চীনকে ছাড়িয়ে ইতালিতে এখন মৃতের সংখ্যা সর্বাধিক। অপরদিকে আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেরিয়েছ এবং মৃতের সংখ্যা হয়েছে ২০০। মহামারির আকার ধারণ করে এই রোগ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে।

সেই চালটাই এবার বিনামূল্যে দেওয়া হবে।রামবিলাস পাসোয়ানের দাবি, “শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই কম দামা গরিবেদের চাল, গম দেওয়া হয়। আর তার জন্য ভর্তুকির টাকার সিংহভাগই বহন করে কেন্দ্র। সুতরাং, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারের কোনও চাপ হবে না। ”

সম্পর্কিত খবর