একটা শেষ হলেই ফ্রি’তে পেয়ে যাবেন আরেকটা! জলের বোতল নিয়ে দুর্দান্ত পদক্ষেপ রেলের

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফের একবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways) । এবার যাত্রীরা ট্রেনের সফর করার সময় একটি অতিরিক্ত জলের বোতল বিনামূল্যে পাবেন। এই সুবিধা পাবেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা। রেল জানিয়েছে অতিরিক্ত জলের বোতলের জন্য যাত্রীদের কাছ থেকে এক টাকাও নেওয়া হবে না।

অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে যাত্রীরা প্রথম জলের বোতলের পর দ্বিতীয় জলের বোতল দাবি করতে পারবেন বিনামূল্যে। ভারতীয় রেল (Indian Railways) বলছে, এই মুহূর্তে গোটা দেশে চলাচল করছে প্রায় ৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই প্রিমিয়াম ট্রেনটি যাত্রীদের কাছে খুবই পছন্দের।

আরোও পড়ুন : এটিই ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য! জানেন, পশ্চিমবঙ্গের ঠাঁই কততে? এক ঝলকে দেখুন তালিকা

বেশ ভালোই সাড়া পাওয়া যাচ্ছে যাত্রীদের কাছ থেকে। এই ট্রেনে সফর করার সময় যাত্রীদের এতদিন এক লিটারের একটি জলের বোতল দেওয়া হত। তবে অনেক সময় দেখা যায় যাত্রীরা সম্পূর্ণ জল পান করেন না। তাই প্রচুর পরিমাণ জল নষ্ট হচ্ছিল রেলের। যে হারে দিন দিন জলস্তর কমে যাচ্ছে তা নিঃসন্দেহে উদ্বেগের।

rail neer 109580574

রেল তাই সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে যাত্রীদের ৫০০ মিলিলিটারের রেল নীর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বোতল দেওয়া হবে ১ লিটারের বদলে। তারপরেও যদি যাত্রীর জলের প্রয়োজন হয় তিনি আরো একটি ৫০০ মিলিলিটারের জলের বোতল চাইতে পারবেন। এই দ্বিতীয় জলের বোতলের জন্য যাত্রীকে অতিরিক্ত টাকা দিতে হবে না।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর