মসজিদে হামলা বন্দুকধারীর, ইমামসহ গুলিবিদ্ধ ২

বাংলা হান্ট ডেস্ক: ফ্রান্সের একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে ইমামসহ গুলিবিদ্ধ হয়েছেন দু’জন। জানা গিয়েছে হামলার পর ওই বন্দুকধারী মাথায় গুলি করে আত্মহত্যা করেন। এই ঘটনার পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী মসজিদ ও গুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে বৃহস্পতিবার ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের আটলান্টিক কোস্ট এলাকার সুন্নাহ দ্য ব্রেস্ট মসজিদে এই ঘটনা ঘটে। যদিও বা বন্দুকধারীরা কেন এ হামলা চালিয়েছে তার কারণ এখন স্পষ্ট হয়নি।
13d4a images 2 12
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মসজিদের ওই ইমামের নাম রশিদ আবু। এছাড়া বাকি ২ আহত ব্যক্তি ও হামলাকারীদের ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু জানাননি।

পুলিশের এক মুখপাত্র জানান নামাজ শেষ করে মুসলিমরা মসজিদ থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময় এক বন্দুকধারী আচমকা গুলি ছোড়া শুরু করেন এতে ইমামসহ ২ জন আহত হন। এরপরই ওই বন্দুকধারী গাড়িতে করে দ্রুত ওই ঘটনাস্থল ত্যাগ করেন।পুলিশ গাড়ি নিয়ে ওই গাড়ি কে ধাওয়া করলে কিছু দূর যাওয়ার পর বন্দুকধারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

সম্পর্কিত খবর