বাংলাহান্ট ডেস্কঃ ফরাসি ভাষায় রামায়ণ পড়ে বর্তমানে রামনগরী অযোধ্যায় (ayodhya) রয়েছেন ফরাসি চিত্রশিল্পী শিফুমি (shifumi)। সেখানে সরযু ঘাটের তীরে এক দেওয়ালে এই ফরাসি চিত্রশিল্পী নিজের তুলির টানে ফুটিয়ে তুলছেন ভগবান শ্রী রামের চিত্র। তিনি দেখাতে চাইছেন কিভাবে প্রতিটি বিন্দু বিন্দুতে ভগবান শ্রী রাম বাস করেন। শিল্পী শিফুমি নিজের মনের কল্পনাকেই অযোধ্যার দেওয়ালে ফুটিয়ে তুলছেন সেই চিত্র।
অযোধ্যা নগরীতে জন্মগ্রহণ করার পর, অযোধ্যার পবিত্র সরযু ঘাট গুপ্তরঘাটে ডুব দিয়ে নিজের লোকে ফিরে যান ভগবান রাম। অর্থাৎ, সরযু নদীর জলে ভগবান রামের মিলিয়ে যাওয়ার সেই চিত্রই তুলে ধরতে চাইছেন এই ফরাসি চিত্রশিল্পী।
হিন্দী বলতে না পারলেও, ভগবান রামের প্রতি অগাধ ভরসা এবং ভক্তি রয়েছে ফরাসি চিত্রশিল্পী শিফুমির। তাঁর সহযোগী মীনাক্ষী পায়েল জানিয়েছেন, অযোধ্যা পৌর কর্পোরেশন নমামি গঙ্গে- র অধীনে অযোধ্যাকে সুন্দর করে সাজানোর কাজ চলছে, যার মধ্যে স্ট্রিট আর্টও রয়েছে। বিদেশে এই স্ট্রিট আর্ট খুবই বিখ্যাত।
তিনি আর বলেন, ‘যখন ফরাসি নাগরিক শিফুমিকে আমরা অযোধ্যায় গিয়ে ভগবান রামের চিত্র অঙ্কনের কথা বলি, তখন তিনি রামায়ণ পড়তে শুরু করেন। তারপর আমরা স্থির করি, অযোধ্যায় ভগবান শ্রী রামের বৈকুণ্ঠ গমনের চিত্র আমরা অঙ্কনের মাধ্যমে তুলে ধরব’।
এই চিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে, কিভাবে সরযু নদীর মধ্যে থেকেও গোটা বিশ্বের অংশ হতে পারেন ভগবান রাম। এর মাধ্যমে গোটা বিশ্বকে একটি অদৃশ্য বার্তা দিতে চান তিনি।