বাংলা হান্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ (Emmanuel Macron)। করোনা ভাইরাসের লক্ষণ দেখার পর এমানুয়েল মাক্রোঁ নিজের কোভিড-১৯ এর পরীক্ষা করান। ওনার করোনার রিপোর্ট পজেটিভ আসে। করোনায় সংক্রমিত হওয়ার পর ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নিজেকে আইসোলেট করেন আর বিগত কয়েকদিনে ওনার সাথে যারা যারা দেখা করেছিলেন, যারা যারা সংস্পর্শে এসেছিলেন তাদেরও পরীক্ষা করিয়ে আইসোলেট করা হচ্ছে। জানিয়ে রাখি, ফ্রান্সে মোট ২ লক্ষ ৪১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫৯ হাজার ৩৬১ জন প্রাণ হারিয়েছেন আর ১ লক্ষ ৮০ হাজার মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।