বিরল ক্যানসারের শেষ ধাপ, পরিবারের জমানো অর্থ শেষ, অভিনেতার পাশে দাঁড়াল ইন্ডাস্ট্রির বন্ধুরা

বাংলাহান্ট ডেস্ক: একদিকে বলিউডে যেমন বিয়ের সানাই বাজার ধুম, টেলিভিশনের ক্ষেত্রে দৃশ্যটা অন্য রকম। সেখানে মন খারাপের আবহাওয়া। ক্যানসারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা বৈভব কুমার সিং রাঘব ওরফে বিভু রাঘব (Vibhu Raghave)। কোলন ক্যানসারের চতুর্থ স্টেজে রয়েছেন তিনি। চিকিৎসার বিপুল খরচ জোগাড় করতে বন্ধুরা সাহায্য করতে এগিয়ে এসেছেন অভিনেতাকে।

হিন্দি টেলিভিশন জগতের বেশ পরিচিত মুখ বিভু রাঘব। গত বছর ফেব্রুয়ারি মাসেই ক্যানসার আক্রান্ত হওয়ার কথা ঘোষনা করেছিলেন তিনি। চতুর্থ ধাপে রয়েছে তাঁর ক্যানসার। চিকিৎসার খরচ বিশাল। পরিবারের সঞ্চিত পুঁজি ইতিমধ্যেই নিঃশেষ। তাই বিভুর বন্ধুবান্ধবদের তরফে তাঁর চিকিৎসার জন্য অনুদান সংগ্রহের ব্যবস্থা করা হয়েছিল।

vibhu raghave

ইন্ডাস্ট্রির অনেক সতীর্থই এগিয়ে এসেছিলেন এই অনুদান সংগ্রহের কাজে। বিভুর ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় তারকা জুটি মোহিত মালিক এবং অদিতি মালিক ইনস্টাগ্রামে অনুদান সংগ্রহের আয়োজন করেন। একটি বার্তায় তাঁরা লিখেছেন, গত বছর একটি বিরল ধরণের কোলন ক্যানসারে আক্রান্ত হন বিভু যাদব। এখন চতুর্থ স্টেজে রয়েছে তাঁর ক্যানসার।

চিকিৎসায় এখনো পর্যন্ত খুব ভাল সাড়া দিচ্ছেন বিভু। কিন্তু তাঁর পরিবারের জমানো সমস্ত অর্থ ব্যয় হয়ে গিয়েছে চিকিৎসায়। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। তাঁর চিকিৎসায় কয়েক লক্ষ টাকা প্রয়োজন। যথাসম্ভব দিচ্ছে সকলে। অভিনেতার অনুরাগীদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, তারাও যতটা সম্ভব অনুদান দিতে পারেন প্রিয় অভিনেতার চিকিৎসায়।

সম্প্রতি নিজের বাবাকেও হারিয়েছেন বিভু রাঘব। তারপরেই তাঁর এই অসুস্থতা। খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অভিনেতার পরিবার। এমতাবস্থায় ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা চাইছেন সকলে মিলে তাঁর পাশে দাঁড়িয়ে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে। অনুরাগীরাও পাশে থাকার বার্তা দিয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর