আমেরিকার হুঁশিয়ারিতে ভয় পেলেন ইমরান খান, বদলে ফেললেন সিদ্ধান্ত

বাংলাহান্ট ডেস্কঃ আমেরিকার (america) হুঁশিয়ারিতে ভয় পেয়ে পাক সরকার ইমরান খান (imran khan), সাংবাদিক ড্যানিয়ল পলের হত্যাকারিদের মুক্তির সিদ্ধান্ত রদ করে দিল। এরপর পাকিস্তান ব্রিটেনের আলকায়দা জঙ্গি আহমেদ উমর সৈয়দ শেখ এবং তাঁর ৩ সঙ্গীকে মুক্ত করার আদেশ ফিরিয়ে নেয়।

বর্তমান সময়ে আমেরিকার সাংবাদিক ড্যানিয়ল পলের হত্যাকারি অর্থাৎ পাকিস্তানী আতঙ্কবাদীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সিন্ধ হাইকোর্ট। এই আতঙ্কবাদিরা হল আহমেদ উমর সৈয়দ শেখ, ফায়হাদ নসিম, সৈয়দ সালমান সাকিব এবং শেখ মহম্মদ আদিলকে তৎকালীনভাবে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। আমেরিকার সাংবাদিক ড্যানিয়ল পলের হত্যার শুনানি দিতে গিয়ে সিন্ধ হাইকোর্ট বলেছিল, এই চার আতঙ্কবাদীদের জেলে রাখা আইন বিরুদ্ধে।

vfvfvkbkvbn

এই সিদ্ধান্ত শোনার পরই মার্কিন সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কড়া প্রতিক্রিয়া দেয়। এরপরই আমেরিকার বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়, আমেরিকা সাংবাদিক ড্যানিয়ল পলের হত্যার জন্য দোষী আতঙ্কবাদীদের মুক্তি দেওয়ার বিষয়ে গত ২৪ শে ডিসেম্বর সিন্ধ হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে আশঙ্কায় রয়েছে। আমেরিকা এই সিদ্ধান্তের বিরোধিতা করে সাংবাদিক পলের পরিবারের প্রতি সমর্থন প্রদর্শন জারি রাখবে।

imran khan sad 2

মার্কিন সরকারের এই কড়া প্রতিক্রিয়া পাওয়ার পর পাকিস্তান সরকার এই আতঙ্কবাদীদের মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করে। এবিষয়ে সিন্ধ হাইকোর্ট জানিয়েছে, সুপ্রিম কোর্ট যখন এবিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে, সেক্ষেত্রে তাদের মুক্তি দেওয়া যাবে না। পাক মিডিয়া জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিন্ধ হাইকোর্ট এই আতঙ্কবাদীদের মুক্তি দেবে না।

Smita Hari

সম্পর্কিত খবর