বাংলাহান্ট ডেস্ক : নতুন অর্থবর্ষ শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হল। ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেই দেশের বেশ কিছু ব্যাংক (Bank) বদল এনেছে তাদের পরিষেবায়। একাধিক ব্যাংক বৃদ্ধি করেছে সার্ভিস চার্জ। বেশ কিছু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের উপর অতিরিক্ত শুল্ক বসতে চলেছে আগামী ১লা মে থেকে। একই সাথে বদল আসতে চলেছে ডেবিট কার্ডের (ATM Card) নিয়মে। চলুন কোন ব্যাংক কী ধরনের পরিবর্তন আনছে সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।
এইচডিএফসি ব্যাঙ্ক: প্রবীণ নাগরিকদের জন্য তৈরি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের সময়সীমা বৃদ্ধি করতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। গ্রাহকরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন আগামী ১০ই মে পর্যন্ত।
আরোও পড়ুন : আগামী মাস থেকেই বাতিল হতে পারে বহু রেশন কার্ড! নতুন নির্দেশিকা না জানলে পড়বেন বিপদে
আইসিআইসিআই ব্যাঙ্ক: আইসিআইসিআই ব্যাংকের শহর এলাকার গ্রাহকদের ডেবিট কার্ডের জন্য ২০০ টাকা ও গ্রামীণ এলাকার গ্রাহকদের ডেবিট কার্ডের জন্য ৯৯ টাকা করে প্রদান করতে হবে। প্রতিবছর ২৫টি করে চেকবুকের পাতা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তারপর থেকে প্রতি চেক পিছু 4 টাকা দিতে হবে। ১০০ টাকা চার্জ প্রযোজ্য হবে ডিডি বা পিও ক্যানসেল, ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য। ১০০০ টাকা পর্যন্ত আইএমপিএস লেনদেনে ২.৫ টাকা, ১০০০ টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত ৫ টাকা, ২৫০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেনে ২৫ টাকা চার্জ লাগবে।
আরোও পড়ুন : সেমিস্টার পদ্ধতিতে ‘না’ কেন্দ্রের, কিন্তু বদল আসবে বোর্ডের পরীক্ষায়! নয়া নির্দেশ CBSE’কে
ইয়েস ব্যাঙ্ক: এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য বার্ষিক ২৯৯ টাকা, এনগেজ ডেবিট কার্ডের জন্য বার্ষিক ৩৯৯ টাকা, এক্সপ্লোর ডেবিট কার্ডের বার্ষিক ৫৯৯ টাকা, রুপে ডেবিট কার্ড (কিসান অ্যাকাউন্ট)-র জন্য বার্ষিক ১৪৯ টাকা চার্জ প্রদান করতে হবে ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের।
এছাড়াও অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রথম পাঁচটি লেনদেন বিনামূল্যে থাকবে। তারপর প্রতিটি লেনদেনের জন্য চার্জ কাটা হবে ২১ টাকা করে।