পকেটে পড়বে টান, দাম বাড়ছে সিগারেট,গুটখার! প্রকাশ্যে এল মূল্যবৃদ্ধির তারিখ, মাথায় হাত ধূমপায়ীদের

বাংলাহান্ট ডেস্ক : সিগারেট ছাড়া একটা দিনও থাকতে পারেন না? গুটখা, পান মশলাও কি সব সময় পকেটেই রাখতে হয়? তাহলে এপ্রিলের শুরু থেকেই আপনার পকেটে টান পড়তে চলেছে। ধূমপায়ীদের জন্য ইতিমধ্যেই খারাপ খবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ১ এপ্রিল থেকে তামাকজাত দ্রব্যের (Tobacco Goods) দাম অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রের তরফে শেষ লোকসভা বাজেটে তামাকজাত দ্রব্যের উপর জিএসটির (GST) হার বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই হিসেব অনুযায়ী তামাকজাত দ্রব্যের উৎপাদক সংস্থার খরচ বাড়তে চলেছে। আর তারই প্রভাব পড়বে খুচরো বাজারে সিগারেট, পানমশলার দামে। এই পরিস্থিতিতে দাম বাড়ার অর্থ, এই ধরনের দ্রব্য কেনাকাটায় পকেটে ছ্যাঁকা পড়তে শুরু করলে বিক্রিও কমার সম্ভাবনা রয়েছে।

এখন প্রশ্ন হল এই সব তামাকজাত পণ্যের কতটা মূল্যবৃদ্ধি হতে পারে? বর্তমানে তামাক জাতীয় দ্রব্যের উপর ১৩৫ শতাংশ লেভি ধার্য করা হয়ে থাকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি সংক্রান্ত এই ক্ষতিপূরণ ৫১ শতাংশ করার কথা জানিয়েছেন। ২০২৩ সালে কেন্দ্রীয় অর্থমনন্ত্রী লোকসভায় যে বাজেট পেশ করেছেন তাতেই এই সেসের সর্বোচ্চ সীমার কথা ঘোষণা করেছিলেন।

cigarette gutkha

তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, সিগারেটের দাম বৃদ্ধির প্রভাব খুচরো বাজারেও পড়বে। সূত্রের খবর, পানমশলা এবং গুটখা ব্যবসার ক্ষেত্রে কর ফাঁকি রোধ করতে গত ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিল (GST Council) রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করে। তবে, মূল্যবৃদ্ধির জেরে তামাক ও এর পণ্য সরবরাহকারী সংস্থাগুলির জন্য কর নীতিতে যে বড় পরিবর্তন আসবে তার বলাই বাহুল্য।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর