জয় শ্রী রাম না বলায় বেধড়ক মার এক ইমামকে! অজ্ঞান করে কেটে নেওয়া হল দাড়ি, তুলকালাম মহারাষ্ট্র

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম মহারাষ্ট্র (Maharashtra)। সে রাজ্যের আনওয়া গ্রামের একটি মসজিদে নামাজের নেতৃত্ব দেওয়া একজন ইমামকে অজ্ঞাত ব্যক্তিরা আক্রমণ করে। তারা মসজিদে ঢুকেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ইমামকে মারধর করা শুরু করে। ইমাম, জাকির সাইয়দ খাজা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি যখন মসজিদের ভিতরে বসে কোরান পাঠ করছিলেন তখনই এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুখে কাপড় বেঁধে মসজিদে প্রবেশ করে। সামনে ইমামকে দেখে তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে। ইমাম তা করতে অস্বীকার করলে তিনজন ব্যক্তি তাকে মসজিদের বাইরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, ওই ইমাম আরও অভিযোগ জানিয়ে বলেন, হামলাকারীরা তাঁকে অজ্ঞান করার জন্য রাসায়নিক মাখানো কাপড়ও ব্যবহার করে। জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তাঁর দাড়ি কেটে ফেলা হয়েছে।

তারপর রাত ৮টার নাগাদ লোকজন নামাজের জন্য মসজিদে জড়ো হয়। ইমামকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। দ্রুত সিলোদের একটি সরকারি হাসপাতালে নিয়ে যায় হয় তাঁকে। পরে তাঁকে ঔরঙ্গাবাদের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি।

beaten

ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিস আনোয়া গ্রামে পৌঁছয়। শুরু হয় ঘটনার তদন্ত। ভোকারদানের পারধ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪৫২, ৩২৩ এবং ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর।

সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসিম আজমি সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনার পর গ্রামে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে বিরাট সংখ্যক পুলিস মোতায়েন করা হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর