বাংলাহান্ট ডেস্ক : আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে প্রতিমাসের ১ তারিখ আসে কিছু বদল। জুন (June) মাসও তার ব্যতিক্রম নয়। আগামী ১লা জুন থেকে কিছু পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে আমজনতার উপর। হাতে আর রয়েছে মাত্র পাঁচ দিন। তার আগেই জেনে নিন এই বদলগুলি সম্পর্কে।
এলপিজি : এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতিমাসের শুরুর দিন আপডেট হয়। ডোমেস্টিক এবং বাণিজ্যিক, দুই ধরনের এলপিজির দামই আপডেট করা হয় এদিন। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম মে মাসে কমানো হয়েছিল। জুন মাসে এলপিজি সিলিন্ডারের দামে যদি পরিবর্তন আসে তাহলে তার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।
আরোও পড়ুন : এই তীব্র গরমেও স্নান করেন না গ্রামবাসীরা! বাংলাতেই আছে এমন জায়গা, কেন জানেন?
ব্যাংক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হলিডে লিস্ট অনুযায়ী জুন মাসে ১০ দিন ব্যাংক ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রতিমাসে গড়ে ৬ দিন ব্যাংক বন্ধ থাকে। সাপ্তাহিক ছুটির বাইরেও জুন মাসে রয়েছে চারটি অতিরিক্ত ছুটি। তবে রাজ্য অনুযায়ী এই ছুটির দিন ভিন্ন হয়।
ড্রাইভিং লাইসেন্স : নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরি করার নিয়মের ক্ষেত্রে আসতে চলেছে বড় পরিবর্তন। এবার থেকে নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হলে আরটিওতে যাওয়ার প্রয়োজন নেই। ড্রাইভিং স্কুল থেকেই করা যাবে আবেদন। গাড়ি চালকদের সেই প্রতিষ্ঠানেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষার জন্য ৫০ টাকা ও লার্নিং লাইসেন্সের জন্য ১৫০ টাকা দিতে হবে। ৩০০ টাকা দিতে হবে ফাইনাল পরীক্ষার সময়। সব পরীক্ষায় পাশ করলে চালককে আবার ৩০০ টাকা জমা করতে হবে।
আধার কার্ড : আগামী ১৪ ই জুন পর্যন্ত বিনামূল্যে আপডেট করা যাবে আধার কার্ডের তথ্য। যে আধার কার্ডগুলির বয়স ১০ বছরের বেশি সেগুলিকে আপডেট করার নির্দেশ দিয়েছে আধার কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বিনামূল্যে আধার আপডেট করার সময় ১৪ই জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।