পেয়েছিলেন ৭, হয়ে গেল ৫৫! SSC-র সার্ভারে মুখ্যমন্ত্রীর ভাইঝির নম্বর বাড়ার বহর দেখে অবাক সকলে

বাংলা হান্ট ডেস্ক : এ যেন কোনও এক জাদু কাঠি। এসএসসি-র প্রকাশ করা নম্বরের তালিকায় ৫৯১ নম্বরে রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম। দেখা যাচ্ছে, ৬০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৭। যা এসএসিসি-র সার্ভারে বেড়ে হয়েছে ৫৫। অর্থাৎ কোনও এক জাদুবলে ৪৮ নম্বর বাড়িয়ে তাঁকে চাকরি দেওয়া হয়েছে।

এসএসসি-র প্রকাশ করা ওএম আর শিটে দেখা যাচ্ছে, ৬০ প্রশ্নের সবকটির উত্তর দিয়েছিলেন বৃষ্টি। তাতে তিনি পেয়েছেন মাত্র ৭। তার সঙ্গে ৪৮ নম্বর যোগ করে তাঁকে গ্রুপ সিতে নিয়োগ করা হয় তাঁকে।

বৃষ্টির বাবা নিহার মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই। মেয়ের চাকরি পাওয়া নিয়ে তিনি বলেন, ‘মেয়ে কী করে চাকরি পেয়েছে তা আমি জানি না। ও মানসিক রোগী। পিজি হাসপাতালে ওর চিকিৎসা চলছে। ও সারাদিন ঘুমায়।’ কিন্তু কবে পরীক্ষা দিয়েছিলেন বৃষ্টি? এই প্রশ্নের উত্তরে নিহারবাবুর দাবি, ‘চাকরি যখন পেয়েছে তখন নিশ্চই পরীক্ষা দিয়েছিল। ওর বিয়ে হয়ে যাওয়ার পরে সব ওর সব খবর তো আমরা পেতাম না।’

bristi mukherjee

ওদিকে বৃষ্টি যে স্কুলে চাকরি করতেন সেই বোলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক পুলক আচার্য বলেন, ‘২০১৯ সালে স্কুলে চাকরি পান বৃষ্টি। যেখান থেকে সুপারিশ পত্র আসার কথা সেখান থেকেই এসেছিল। তবে তিনি মাত্র ১ দিন চাকরি করেই ইস্তফা দেন’। যদিও স্থানীয়দের দাবি, বৃষ্টি মুখোপাধ্যায়কে বেশ কয়েকবার স্কুলে দেখেন তাঁরা।

জানা গেছে, বৃষ্টি বোলপুর উচ্চ বিদ্যালয়ে ক্লার্ক পদে চাকরি পেয়েছিলেন। বেআইনিভাবে চাকরি পাওয়ায় তার চাকরি বাতিল করেছে আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার স্কুল সার্ভিস কমিশন ভুয়োদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম ৬০৮ নম্বরে দেখা যায়। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক।

Sudipto

সম্পর্কিত খবর