আর কোন রিচার্জেই মিলবে না এই জরুরি পরিষেবা! বিপাকে পড়তে চলেছেন Jio গ্রাহকরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মুকেশ আম্বানির জিও (Reliance Jio) ভারতের টেলিকম বাজারের প্রবেশ করার পর পাল্টে গিয়েছে এদেশের টেলিকম মানচিত্র। জিওর ধামাকাদার বিভিন্ন অফারে ধরাশায়ী হয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। বেশ কিছু সংস্থা রাতারাতি বন্ধও হয়ে গিয়েছে। যে সময় রিলায়েন্স জিও ভারতের বাজারে প্রবেশ করে সেই সময় 3G যুগ চলছিল।

কিন্তু জিও 3G পরিষেবা না দিয়ে একেবারে 4G পরিষেবা দিতে শুরু করে গ্রাহকদের। এরপর থেকে ধীরে ধীরে ভারতের বাজার থেকে বিলুপ্ত হতে থাকে থ্রিজি পরিষেবা। বাজার দখল করে নেয় জিওর ফোরজি। বর্তমানে অধিকাংশ টেলিকম গ্রাহক রয়েছে এই সংস্থার ছাতার তলায়। প্রতিনিয়ত আকর্ষণীয় অফারের জন্য গ্রাহকরা রিলায়েন্স জিওর দিকে ঝুঁকছেন।

প্রযুক্তিগত দিক থেকেও রিলায়েন্স জিও অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেকটাই এগিয়ে। 4G পেরিয়ে বর্তমানে এই সংস্থা শুরু করেছে তাদের 5G পরিষেবা। এছাড়াও আকর্ষণীয় রিচার্জ অফার এই সংস্থার অন্যতম একটি বড় বৈশিষ্ট্য। আনলিমিটেড ফোন কল, এসএমএস, ইন্টারনেট থেকে শুরু করে জিওর OTT subscription সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় রিচার্জ প্যাকগুলির সাথে।

তবে জিও সম্প্রতি তাদের একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দিতে চলেছে। এর ফলে মাথায় হাত পড়েছে বহু জিও গ্রাহকের। এতদিন জিও গ্রাহকরা নির্দিষ্ট প্যাক দিয়ে রিচার্জ করলে বিনামূল্যে পেতেন জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডস, জিও সিকিউরিটিজ এর মতো অ্যাপগুলির বিনামূল্যে অ্যাক্সেস। রিচার্জ প্যাকগুলির সাথে জিও সিকিউরিটিস এর এক্সেস তুলে দেওয়া হচ্ছে।

reliance jio

তবে জানা যাচ্ছে এবার থেকে আর জিও গ্রাহকদের রিচার্জ প্যাকের সাথে জিও সিকিউরিটিজ এর এক্সেস পাবেন না। জিও গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা লাভ করতেন। তবে এখন থেকে আর রিচার্জ করলেই এই অ্যাপের এক্সেস পাওয়া যাবে না। ভবিষ্যতে এর প্রভাব কতটা গ্রাহকের উপর পড়ে এখন সেটাই দেখার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X