অনিক থেকে অ্যানি : মিস ট্রান্স খেতাব জয়ের দৌড়ে জলপাইগুড়ির বৌমা

 

বাংলা হান্ট ডেস্ক : তৃতীয় লিঙ্গের বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পড়ার লক্ষ্যে আবার র‍্যাম্পে কাম ব্যাক করল অ্যানি। জলপাইগুড়ির নয়াবস্তির বৌমার চোখে এখন মিস ট্রান্স।

এই প্রতিযোগিতায় প্রথম বারোতে পৌঁছে গিয়েছেন ঘরের বৌমা অ্যানি। বৌমার বিশ্বসুন্দরীর খেতাব জয়ের স্বপ্নে বুঁদ শাশুড়ি। স্বপ্ন দেখছে জলপাইগুড়ি জেলার মানুষ।

 

অনীক থেকে অ্যানি হয়ে ওঠার ইচ্ছে নিয়ে ডাক্তারদের চেষ্টায় লিঙ্গ পরিবর্তন। তারপর দক্ষিণ কলকাতার এক নাইট ক্লাবে ৩১ ডিসেম্বরের রাতে আলাপ হল জলপাইগুড়ি নয়াবস্তির বাসিন্দা  স্বাগ্নিক চক্রবর্তীর সঙ্গে। ততদিনে বর্তমান সমাজ চিনতে শুরু করেছে অ্যানিকে।২০১৮-র নভেম্বরে সাগ্নিক-অ্যানির চার হাত এক হয়।

d698b img 20190601 wa0039

তারপর থেকে সংসার, স্কুল নিয়েই সময় কেটে গিয়েছে পেশায় শিক্ষিকা অ্যানির। মডেলিং-এর নেশা আগে থেকেই ছিল। কিন্তু দিল্লি থেকে এলিনা প্রেজেন্টস মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯ প্রতিযোগিতার  ডাক পেয়ে তিনি নিজেকে মেলে ধরেছেন।

স্পষ্টতই পরিবার যার এতদূর সাফল্যে খুশি। তাদের আশা সে এরপর বিশ্বসেরা হোক। বিশ্বসুন্দরী খেতাব উজ্জ্বল্য বয়ে আনুক তার জীবনে। জলপাইগুড়ির মানুষের চোখেমুখে সেই আশা ঘর বাঁধছে।

 


সম্পর্কিত খবর