আসানসোলে ২ অস্ত্র সরবারহকারী গ্রেফতার STF-র, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

বাংলাহান্ট ডেস্ক : আসানসোলে এসটিএফের তল্লাশিতে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র। নাইন এমএম পিস্তল, কার্তুজ, কার্বাইন-সহ একাধিক অস্ত্র সহ ২ অস্ত্র সরবারহকারীকে গ্রেফতার করেছে এসটিএফ্। তাদের নাম রঞ্জিত শর্মা ওরফে ছোটু ও বলিরাম প্রসাদ ওরফে রাবানি। সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে যে, দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে তারা বিহারের ভোজপুরের বাসিন্দা। এই অস্ত্র পাচারের খবর সালানপুর থানা এমনকি আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের কাছেও ছিল না। একটি গোপন সূত্র মারফত খবর পেয়ে এই অভিযান চালায় এসটিএফ। এসটিএফ এখন তদন্ত করে দেখছে যে এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল বা একে কিভাবে কাজে লাগানোর পরিকল্পনা ছিল। এসটিএফের পাশাপাশি সালানপুর থানার পুলিসও এই ঘটনার তদন্ত করবে।

মূলত বিহার থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র সরবরাহ করা হয়। এর আগেও পশ্চিমবঙ্গে অস্ত্র সরবরাহ করতে গিয়ে অনেক বিহারের বাসিন্দা গ্রেফতার হয়েছেন। আজ এসটিএফের হতে ধৃত রঞ্জিত শর্মা ওরফে ছোটু ও বলিরাম প্রসাদ ওরফে রাবানিও বিহারের বাসিন্দা।ধৃত ২ জনের কাছ থেকে ২টি নাইন এমএম কার্বাইন ও তার ৩টি ম্যাগাজিন, ২টি সেভেন এমএম পিস্তল, ৩টি নাইন এমএম পিস্তল, ৫টি ওয়ান শর্টার, ১৫ রাউন্ড নাইন এমএম এর ম্যাগাজিন, ১০ রাউন্ড অন্য কার্তুজ উদ্ধার হয়েছে।

Arrested

সালানপুরে কাউকে এই বিপুল পরিমাণ অস্ত্র ধৃতরা পৌঁছে দিতে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিছুদিন আগেও এই ধরনের একটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। ওই ঘটনার সাথে এই ঘটনার কোন যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর