বাংলাহান্ট ডেস্ক : রাজ্য এসটিএফ উদ্ধার করলো ১০০ কিলো বিস্ফোরক তৈরির মশলা। এই ঘটনা সামনে আসার পর অনেকেই মনে করছেন হয়তো রাজ্যে বড়সড় নাশকতার ছক ছিল দুষ্কৃতীদের। বারাকপুরের কেউটিয়া এলাকায় বুধবার অভিযান চালায় রাজ্য এসটিএফ। সেখানে থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে তারা। ধৃতদের কাছ থেকে এসটিএফ কর্তারা উদ্ধার করেন বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির মশলা। এত পরিমাণ মশলা কি কারনে মজুত করা হয়েছিল, বা এর পিছনে কোনো নাশকতার ছক ছিল কিনা সেই সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সাম্প্রতিককালে দেখা গেছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসটিএফ অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার করেছে। তাছাড়া সম্প্রতি ভাটপাড়া এলাকা থেকে ব্যাপকভাবে বোমাবাজির খবরও এসেছে। গতকাল কেউটিয়া থেকে বিস্ফোরকের মশলা উদ্ধার নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যের প্রশাসনিক কর্তাদের কপালে।
রাজ্য এসটিএফ সূত্রে খবর, বুধবার বারাকপুরের কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কাকিনাড়ার বাসিন্দা নরেশ চৌধুরী, ভাটপাড়ার বাসিন্দা উমেশকুমার রায় এবং জগদ্দলের বাসিন্দা শংকর পাল। ধৃতদের কাছে থেকে ৫০ কেজি আর্সেনিক সালফেট ও ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে।
রাজ্য এসটিএফ ধৃতদের কাছ থেকে জানার চেষ্টা করছে এত বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বা এর পিছনে কোন ধরনের নাশকতার ছক ছিল কিনা। এছাড়াও এই চক্রের পিছনে আর কারা কারা জড়িত সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারীরা।