বাংলা হান্ট ডেস্কঃ গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তারপর পরপর দুটি ম্যাচ হেরে একেবারে বিধ্বস্ত চেন্নাই অবস্থা চেন্নাই সুপার কিংসের। তারপরই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে এ কোন মহেন্দ্র সিং ধোনি? এ কোন চেন্নাই সুপার কিংস? যাদের মধ্যে জেতার কোনও তাগিদই দেখতে পাওয়া যাচ্ছে না। যাদের মধ্যে কোন আগ্রাসী মানসিকতায় নেই ম্যাচ জেতার জন্য।
মাত্র দুটি ম্যাচে চেন্নাই সুপার কিংসের এমন হতাশাজনক পারফরম্যান্স কাঠগড়ায় তুলেছে ধোনিকে। প্রশ্ন উঠেছে ধোনির অধিনায়কত্ব নিয়ে। এমনকি বদলে গিয়েছে সেই পুরোনো ধোনি। দীর্ঘ দু’দশক ক্রিকেট ক্যারিয়ারে যা করেননি অবশেষে সেটাই করছেন মাহি। ম্যাচ হেরে অজুহাত খুঁজছেন মহেন্দ্র সিং ধোনি, অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন।
এইদিন ম্যাচ হারার পর ধোনিকে দেখা গেল দলের স্পিনার এবং ওপেনারদের কাঠগড়ায় তুলতে। এমনকি দলের পেসারদেরও কটাক্ষ করতেও ছাড়েননি ধোনি। কমবেশি সকলকেই ম্যাচ হারার জন্য দায়ী করেছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এদিন ম্যাচ হারার পর মহেন্দ্র সিং ধোনি বলেন, 160 রান চেস করতে গিয়ে শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলেছেন দলের ওপেনাররা, যার ফলে শেষের দিকে অনেক চাপ পড়ে যাচ্ছে। অপরদিকে দলের স্পিনাররা এখনো পর্যন্ত ম্যাচে কোন প্রভাবই ফেলতে পারেননি। পেসাররা খুব সহজেই বাউন্ডারি দিয়ে দিচ্ছে। যার ফলে বিপক্ষ দলের ওপর কোনো চাপই প্রয়োগ করা যাচ্ছে না। এই কারণেই প্রত্যেক ম্যাচে হারতে হচ্ছে চেন্নাইকে।