বাংলাহান্ট ডেস্ক : অনেক সময় দেখা যায় বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা খবরের হেডলাইন্স হয়েছে। আবার কখনো গবাদি পশুদের ধাক্কা মেরে খবরের শিরোনামে উঠে এসেছে ভারতের এই সেমি হাইস্পিড ট্রেন। কিন্তু এবার অবাক করে দেওয়া একটি খবর প্রকাশ্যে এসেছে বন্দে ভারতকে (Vande Bharat Express) কেন্দ্র করে।
মূত্র ত্যাগ করতে এক যুবক উঠেছিলেন স্টেশনে দাঁড়িয়ে থাকা বন্দে ভারত এক্সপ্রেসে। এরপর শৌচকর্ম সেরে এসে দেখেন ছেড়ে দিয়েছে সেই ট্রেন। বন্ধ দরজাও। এমন অবস্থায় সম্পূর্ণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান সেই যুবক। বিনা টিকিটে যাত্রা করার অপরাধে গুনতে হয় মোটা টাকার জরিমানা।
যুবক বন্দে ভারতে করে ভোপাল থেকে পৌঁছে যান উজ্জয়িনী। মধ্যপ্রদেশের ভোপাল স্টেশনে এই ঘটনাটি ঘটে গত ১৫ জুলাই। সিঙ্গরৌলির বাসিন্দা আব্দুল কাদির হায়দ্রাবাদে বেগম বাজারে রয়েছে ফলের দোকান। সিঙ্গরৌলিতেও রয়েছে তার ব্যবসা। স্ত্রী ও আট বছরের সন্তানকে নিয়ে ওই যুবক ১৪ জুলাই দক্ষিণ এক্সপ্রেসে চেপে হায়দরাবাদ থেকে সিঙ্গরৌলির উদ্দেশে রওনা দেন।
ভোপাল স্টেশনে নামেন ১৫ জুলাই বিকাল পাঁচটা কুড়ি মিনিটে। ভোপাল থেকে সিঙ্গরৌলি যাওয়ার পরবর্তী ট্রেন ছিল রাত ৮:৫৫ মিনিটে। মাঝের এই সময় স্টেশনেই স্ত্রী ও পুত্রকে নিয়ে সময় কাটাতে থাকেন তিনি। এমন সময় হঠাৎ প্রস্রাব পায় আব্দুলের। প্ল্যাটফর্মে সামনেই উজ্জয়িনীগামী বন্দে ভারত দাঁড়িয়ে থাকায় তিনি সেখানে প্রস্রাব করতে ওঠেন।
কিন্তু শৌচালয় সেরে বাথরুম থেকে বেরিয়ে এসে তিনি দেখেন চলতে শুরু করে দিয়েছে ট্রেন। এরপর উজ্জয়িনী পৌঁছানোর আগেই পুলিশ ও রেল কর্মীদের হাতে ধরা পড়ে যান আব্দুল। ট্রেন উজ্জয়িনী পৌঁছলে ট্রেন থেকে নামতে পারেন তিনি। বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য আব্দুলের এক হাজার টাকা জরিমানা হয়। পরে আরো ৮০০ টাকা দিয়ে টিকিট কেটে তিনি উজ্জয়িনী থেকে ফিরে আসেন ভোপাল।