সুপ্রিম কোর্টের রাঁধুনির মেয়ের বিরাট নজির! স্কলারশিপ দেওয়ার জন্য উঠেপড়ে লাগল ২ মার্কিন বিশ্ববিদ্যালয়

বাংলাহান্ট ডেস্ক : বাবা কাজ করেন সুপ্রিম কোর্টের রাঁধুনি হিসাবে। সেই রাঁধুনির মেয়েকে স্কলারশিপ দিতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে আমেরিকার দুই বিশ্ববিদ্যালয়। যদিও শেষমেষ কোন বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হবেন তা সম্পূর্ণ নির্ভর করছে এই রাঁধুনি কন্যা আইনের ছাত্রীর উপর। এই সাফল্যের জন্য বুধবার সুপ্রিম কোর্টে সংবর্ধনা জানানো হল এই কৃতি আইনের ছাত্রী প্রজ্ঞাকে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজে সম্মান জানান প্রজ্ঞাকে। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, যার মধ্যে বড় হওয়ার জেদ ও তাগিদ থাকে, সে নিজেই সাফল্যের রাস্তা খুঁজে নেয়। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে প্রজ্ঞা। এটা শুধু কথার কথা না।

আরোও পড়ুন : রাজ্যে নয়া স্বাস্থ্যসাথী কার্ড, বিশাল সুবিধা পাবেন এরা! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

এই মেয়ে শুধু বাবা-মায়ের নয়, মুখ উজ্জ্বল করেছে গোটা দেশের। আইন বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয় স্কলারশিপের অফার করেছে প্রজ্ঞাকে। সেই উপলক্ষে সুপ্রিম কোর্টের রাঁধুনির মেয়েকে দেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, বিশিষ্ট আইনজীবীরা দিলেন উষ্ণ অভ্যর্থনা।

13cook daughter 2 1 65f279f82f91c

প্রজ্ঞাকে নিজের হাতে উত্তরীয় পরিয়ে দেন প্রধান বিচারপতি। এই কৃতি ছাত্রীর হাতে একটি বিশেষ উপহারও তুলে দেন তিনি। প্রধান বিচারপতি এদিন উত্তরীয় পরিয়ে সম্মান জানান প্রজ্ঞার বাবাকেও। প্রধান বিচারপতির কথায়, সুযোগের অভাবে প্রতিভার অঙ্কুর যেন নষ্ট না হয়ে যায়। সব প্রতিকূলতাকে জয় করে প্রজ্ঞা জয় ছিনিয়ে নিয়েছে আজ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর