বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদিচ্ছা থাকলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, এই বিষয়টা আরো একবার প্রমাণ করলো ভারতীয় ক্রীড়াবিদ রাম বাবো (Ram Baboo)। ৩৫ কিলোমিটার রেস ওয়াকে (Race Walk) তিনি ব্রোঞ্জ পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু এশিয়ান গেমসে (2023 Asian Games) পৌঁছানোর রাস্তাটা তারপর সে একেবারেই সোজা ছিল না। এই প্রতিবেদনে তার জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী আপনাদের সামনে তুলে ধরা হলো।
শুধুমাত্র দেশকে পদক দেওয়াই নয়, এই বিশেষ ইভেন্টের জাতীয় রেকর্ডও রাম বাবো ভেঙে দিয়েছেন। আজ তার নাম প্রত্যেক সংবাদমাধ্যম উল্লেখ করছে। শুধুমাত্র পদক আনার কারণে নয়, জীবনে যে পরিস্থিতি থেকে এই কাজ তিনি করে দেখিয়েছেন, তা বড্ড বেশি কঠিন ছিল।
উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাউয়ার নামক একটি প্রত্যন্ত গ্রাম থেকে আসা রাম, প্রাথমিকভাবে নিজেকে একজন ম্যারাথন রানার হিসাবে দেখতে চেয়েছিলেন। সেই অনুযায়ী প্রাথমিকভাবে প্রস্তুতিও শুরু করেছিলেন কিন্তু পরে তিনি রেশওয়াকের প্রতি আগ্রহী হয়ে পড়েন এবং সেই নিয়ে জাতীয় স্তর অবধি পৌঁছেছিলেন। যদিও তার সেই যাত্রাটা একেবারেই সহজ ছিল না। নিজের খরচ চালানোর জন্য তিনি বারাণসীতে জল এবং কুরিয়ার প্যাকেজার হিসাবে কাজ করতে বাধ্য হতেন।
আরও পড়ুন: এশিয়ান গেমসে চীনের মাটিতে ইতিহাস ভারতের! দাপট দেখিয়ে নিশ্চিত হল ১০০টি-র বেশি পদক
করোনা মহামারী চলাকালীন তার বাবা আর্থিক সমস্যার সম্মুখীন হন। ফলের বাধ্য হয়েই পরিবারের হাল ধরার জন্য তাকে দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত হতে হয়। তবে সেই কঠিন পরিশ্রমের পাশাপাশি কখনো নিজের এই ঠেলাকে অবহেলা করেননি তিনি। সম্প্রতি ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার পারভীন কাসওয়ান টুইটারে বাবুর এই অসাধারণ যাত্রার কথা শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার যাত্রার বর্ণনার এই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সকলের সুবিধার জন্য তুলে ধরা হলো….
He is Ram Baboo, who once worked as MGNREGS labour and waiter. Today he won bronze medal in #AsianGames in the 35km race walk mixed team. Talk about determination and grit. pic.twitter.com/HFB6s8AUZj
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 4, 2023
আরও পড়ুন: শেষবার করেছিলেন মোদী! এশিয়ান গেমসে ভারতের ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটালেন প্রণয়
একজন দিনমজুর থেকে আজ এশিয়ান গেমসের মঞ্চে পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করার এই বিষয়টি নেটিজেনদের অত্যন্ত পছন্দ হয়েছে। সকলেই এখন উত্তরপ্রদেশের এই ক্রীড়াবিদকে সম্মানের চোখে দেখছেন।