বাতকর্ম থেকে শুরু করে ব্যবহৃত অন্তর্বাস, এই যুবতী বিক্রি করছেন সবকিছুই! কিনতে পাগল ক্রেতারা

বাংলা হান্ট ডেস্ক: অর্থ উপার্জনের (Income) লক্ষ্যে প্রত্যেককেই করতে হয় পরিশ্রম। আর সেই কারণেই বিভিন্ন পেশায় যুক্ত থাকেন মানুষ। তবে, বিভিন্ন কাজের ক্ষেত্রে একাধিক ধরণ পরিলক্ষিত হয়। কোনো কাজে করতে হয় কায়িক পরিশ্রম। আবার কোনো কাজে ব্যবহার করতে হয় বুদ্ধিকে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন এক যুবতীর প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁর অর্থ উপার্জনের পন্থার বিষয়টি জানলে রীতিমতো নাক সিটকাবেন সবাই।

শুধু তাই নয়, বিষয়টি অবিশ্বাস্যও মনে হবে। কারণ, তিনি তাঁর বাতকর্ম থেকে শুরু করে ব্যবহৃত অন্তর্বাস এমনকি স্নানের জল বিক্রি করেই করেছেন উপার্জন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এগুলি বিক্রির মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা ঘরে আনছেন তিনি। হ্যাঁ, প্রথমে শুনে চমকে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।

আরও পড়ুন: রোহিত শর্মার এই পরামর্শই বদলে দিয়েছে কুলদীপ যাদবের কেরিয়ার! নিজেই জানালেন চায়নাম্যান

মূলত, চেং উইং ই নামের ওই মহিলা তাঁর ব্যবহৃত অন্তর্বাস, স্নানের জল এমনকি বাতকর্ম পর্যন্ত বিক্রি করেন। সেক্ষেত্রে বাতকর্ম কাঁচের বয়ামে ভরে হাজার হাজার টাকায় বিক্রি করেন তিনি। ওই যুবতী দাবি করেন যে, বয়াম খোলার পরে ৩০ দিন পর্যন্ত তাঁর বাতকর্মের গন্ধ বজায় থাকে।

আরও পড়ুন: ফের বড়সড় সাফল্য ভারতীয় নৌবাহিনীর! জলদস্যুদের কবল থেকে ১৭ জনকে করা হল উদ্ধার, প্রকাশ্যে ভিডিও

জেনে অবাক হবেন যে, ওই মহিলার বাতকর্মের চাহিদা এত বেশি যে তাঁর বাতকর্মের সমস্ত বয়াম বিক্রি হয়ে যায়। এর পাশাপাশি তিনি অন্তর্বাস এবং স্নানের জলও বিক্রি করেন। ওই যুবতী এক বয়াম বাতকর্ম ২৫,০০০ টাকায় বিক্রি করেন। অপরদিকে, তাঁর অন্তর্বাস ও স্নানের জলের দাম আলাদা রয়েছে। আর এইভাবেই প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকা আয় করছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Neharika (@neharikasharmaa)

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চেং উইং ই যে শুধুমাত্র এই ধরণের ব্যবসা করছেন এমনটা কিন্তু নয়। এর আগে আমেরিকান রিয়েলিটি টিভি তারকা স্টেফানি ম্যাটোও বাতকর্ম বিক্রির কথা স্বীকার করেছিলেন। স্টেফানি ম্যাটো জানান যে, তিনি বাতকর্মের প্রত্যেক বোতল বিক্রি করেন ভারতীয় মুদ্রায় ৮২,৯৪৩ টাকায়। আর এইভাবেই তিনি ৩৯,৮৪,৬২৭ টাকা পর্যন্ত উপার্জন করার দাবি করেন। এদিকে, বাতকর্ম তৈরির জন্য মটরশুটি, প্রোটিন মাফিন, সেদ্ধ ডিম, প্রোটিন শেক এবং দই ইত্যাদি খাওয়া হয়। তারপর বাতকর্ম বোতলে সিল করে তাতে ফুলের পাতা রাখা হয়। এতে দুর্গন্ধ কম হয় এবং সুগন্ধ আসতে শুরু করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর