গোরখপুরের মাঠ থেকে IPL-এর রাজপথ, জেনে নিন রাজস্থান রয়্যালসের এই নবীন ক্রিকেটারের উত্থানের কাহিনী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসের নতুন মিডিয়াম পেসার হিসাবে শিবিরে যোগ দিয়েছেন তরুণ ক্রিকেটার অনুনয় সিং। তিনি বিহারি হলেও বাবার কাজের সূত্রে গোরখপুরে (উত্তর প্রদেশে) ছোটবেলাটা কাটিয়েছেন৷ নিলামের সময় গোটা দিন তিনি তার বাবা এএন সিংয়ের সাথে বসে টিভির পর্দায় চোখ রেখেছিলেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত-ইউপি পুলিশ সদস্য। জীবনে অনেক জটিল মুহূর্ত সামলেছেন। কিন্তু সেই সময় তিনিও চাপে ছিলেন।

২৯ বছর বয়সী অনুনয়, এখনও পর্যন্ত তার কেরিয়ারে ১টি প্রথম শ্রেণির, ৮ টি লিস্ট এ এবং ১ টি টি-টোয়েন্টি ম্যাচে বিহারের প্রতিনিধিত্ব করেছেন, তিনি নার্ভাস ছিলেন এবং একই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তার কোচ জ্বলা সিংকে বেশ কয়েকটি কল করেছিলেন – “স্যার, আমাকে কি বাছাই করা হবে? যদি না হয়, দয়া করে আমাকে অন্তত একজন নেট বোলার বানাতে বলুন।” তার কোচ জ্বলা সিং, কোচিং সার্কিটে একটি সুপরিচিত নাম। পৃথ্বী শ এবং যশস্বী জয়সওয়ালের মতো প্রতিভাবান ক্রিকেটারদের কেরিয়ার গঠনে সহায়তা করেছিলেন এবং তাকে আত্মবিশ্বাস দিয়েছিলেন এবং বলেছিলেন শান্ত থাকুন, আপনার নাম উঠবে, তারপর দেখা যাবে।

যখন নিলামকারী তার নাম ডাকে, তখন উদ্বিগ্ন অনুনয় আবার জ্বলাকে ফোন করেন। শেষপর্যন্ত অনুনয়কে তুলেছিল রাজস্থান রয়্যালস তার বেস প্রাইস ২০ লাখ টাকার বিনিময়ে এবং এখন তিনি আনুষ্ঠানিকভাবে বিহারের প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে দল পেয়েছেন। আইপিএলে দল পেয়ে খুব উত্তেজিত অনুনয়। তার ক্রিকেটপ্রীতি দেখে অনুনয়কে দিল্লি পাঠিয়ে দেন তার বাবা খুব ছোটবেলাতেই। কারণ বিহারে সঠিক পরিকাঠামোর অভাব ছিল। পড়াশুনার পাশাপাশি ক্রিকেটও খেলেছিলেন তিনি। কিন্তু বিহারের হয়ে প্রথম মাঠে নামার সুযোগ অনেক পরে এসেছিল তার সামনে। ২০১৮ সালে প্রথমবারের জন্য রোহিত শর্মা, সূর্যুকুমার যাদব, শ্রেয়স আইয়ারের মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে বিহারের হয়ে হাত ঘোরানোর সুযোগ পান তিনি। এখন রাজস্থানের হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে মরিয়া এই পেসার।

রাজস্থানের হয়ে ট্রায়াল দিয়েছিলেন অনুনয় নিলামের দু মাস আগে। সেই সময়ে প্রথম ট্রায়াল ম্যাচেই ব্রেটলির অন্ধভক্ত অনুনয় ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। তারপরই তাকে নেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট তিনি জানিয়েছেন “আমি সঞ্জু স্যামসনের (রাজস্থান রয়্যালস অধিনায়ক) সাথে ড্রেসিং রুম ভাগ করার জন্য উন্মুখ। সে খুব শান্ত এবং সংগঠিত খেলোয়াড়। সে খুব শান্ত এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ। আমি তার কাছ থেকে সেই গুণটি নিতে চাই, আমি কথা বলতে চাই। আর দলের বোলিং কোচ লাসিথ মালিঙ্গার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যও মুখিয়ে আছি.”


Reetabrata Deb

সম্পর্কিত খবর