ভুলে যাবেন শতাব্দী – দুরন্ত! বন্দে ভারতে এতটা কম সময়েই কলকাতা থেকে পোঁছে যাবেন পুরী

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছর ধরে ভারতীয় রেল তাদের এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার থেকে যাত্রী সুরক্ষা, সব দিকেই রেল গুরুত্ব দিচ্ছে। রেল পরিষেবাকে আরো উন্নত করার জন্য রেল কর্তৃপক্ষ একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে। এইভাবেই বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল ব্যবস্থা।

পরিষেবার পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রেও ভারতীয় রেল নতুন ইতিহাস তৈরি করছে। ভারতীয় রেলের সাম্প্রতিকতম কীর্তিগুলির মধ্যে অন্যতম বন্দে ভারত এক্সপ্রেস। অন্যদিকে বুলেট ট্রেন প্রকল্প ভারতীয় রেল হাতে নিয়েছে। তবে সারা দেশে রেল পরিষেবাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেসকে পাখির চোখ করেছে রেল।

ইতিমধ্যেই বিভিন্ন রুটে চলতে শুরু করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। জানা যাচ্ছে খুব শীঘ্রই হাওড়া (Howrah) থেকে পুরী (Puri) পর্যন্ত চলাচল শুরু করবে এই বন্দে ভারত।প্রাথমিকভাবে এই ট্রেনের ট্রায়াল রান শুরু হবে। তারপর বাণিজ্যিকভাবে রেল পরিষেবা শুরু হবে মে মাস থেকে।

vande bharat

এই রুটে এতদিন পর্যন্ত শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস যাতায়াত করত। তবে বন্দে ভারত এই ট্রেনগুলোর থেকে বেশি গতিতে চলবে। জানা যাচ্ছে বন্দে ভারত শতাব্দী এক্সপ্রেস এর থেকে পুরীতে ১ ঘন্টা ১০ মিনিট আগে পৌঁছাবে। দুরন্ত এক্সপ্রেসের থেকে এক ঘন্টা ত্রিশ মিনিট আগে পৌঁছাবে বন্দে ভারত। মাত্র ছয় ঘন্টা পঁচিশ মিনিটেই বন্দে ভারত করে কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে পুরী।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর