সামান্য দিনমজুর থেকে ফটোগ্রাফারের দৌলতে রাতারাতি মডেল, ভারত কাঁপাচ্ছেন মাম্মিক্কা

বাংলা হান্ট ডেস্ক: কার কপালে কি লেখা আছে তা কেউই জানেনা। কিংবা ভাগ্যের শিকে কার যে কখন ছিঁড়বে সেটাও অজানা সকলের। ঠিক সেইরকমই ঘটনা ঘটেছে মাম্মিক্কার সাথে। ৬০ বছরের বৃদ্ধ দিনমজুর মাম্মিক্কা অভ্যস্ত ছিলেন রংচটা শার্ট আর ভাঁজ করা লুঙ্গিতেই।

পাশাপাশি, কপাল বেয়ে নেমে আসা উস্কোখুস্কো চুলে শেষ কবে তেলের ছোঁয়া লেগেছিল তা নিজেই জানেন না তিনি। এছাড়াও, একগাল গোঁফদাড়িতে মুখ প্রায় ঢাকা থাকত তাঁর। মোটামুটি এই চেহারাতেই মাম্মিক্কাকে দেখতে অভ্যস্ত ছিলেন সবাই। তবে, রাতারাতি যেন সেই চেহারাই পাল্টে গিয়েছে হঠাৎ করে। শুধু তাই নয়, মাম্মিক্কার গ্ল্যামারের ছটায় বর্তমানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সকলেরই।

নেটদুনিয়াতেও জোর চর্চায় উঠে এসেছেন তিনি। দিনমজুরির মাধ্যমে আয় করা বৃদ্ধ এক লহমায় হয়ে উঠেছেন ওয়েডিং স্যুটের মডেল! দামি স্যুট পরিহিত অবস্থায় মডেল হিসাবে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই শোরগোল ফেলে দিয়েছেন মাম্মিক্কা।

যদিও, কেরলের কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। সকাল বেলায় ঘুম থেকে উঠেই তাঁকে দৌড়তে হত রুজিরুটির সন্ধানে। দিনের শেষে সামান্য রোজগারের উপরেই দিন গুজরান করতে হত তাঁকে। কোঝিকোড়ের বেন্নাক্কড় এলাকায় ওই বৃদ্ধ দিনমজুরের এটাই ছিল রোজনামচা।

তবে, হঠাৎই পাল্টে গিয়েছে মাম্মিক্কার ভাগ্য। স্থানীয় একটি ওয়েডিং স্যুট প্রস্তুতকারী সংস্থার হয়ে মডেলিং করে রাতারাতি খ্যাতির আলোয় উঠে এসেছেন তিনি। জানা গিয়েছে যে, বেশ কিছু বছর আগে কেরলের স্বনামধন্য ফোটোগ্রাফার শরিক বয়ালিল শেখের নজরে পড়ে গিয়েছিলেন মাম্মিকা। সেই সময়ে ওই বৃদ্ধের একটি ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছিলেন শরিক। তা নিয়ে বেশ হইচইও হয়েছিল নেটদুনিয়ায়।

সম্প্রতি নিজের ওয়েডিং সংস্থার জন্য এক জন মডেলের প্রয়োজন ছিল তাঁর। ওই সময়েই তাঁর মাথায় ফের আসে মাম্মিক্কার নাম। এরপরেই ওই বৃদ্ধের সাথে যোগাযোগের মাধ্যমে তাঁর মেকওভারও শুরু হয়। পাশাপাশি, দামি সালোঁতে নিয়ে গিয়ে রাতারাতি ভোল বদলে ফেলা হয় ওই বৃদ্ধ দিনমজুরের।

WhatsApp Image 2022 02 17 at 12.11.40 PM

শেষমেশ মাম্মিক্কার ফটোশ্যুট শুরু করেন শরিক। কখনও হাতে অ্যাপল আইপড, কখনও সানগ্লাস, আবার কখনও দামি এসইউভি-র বাইরে দাঁড়িয়ে একের পর এক গ্ল্যামারাস লুকে দেখা যায় মাম্মিক্কাকে। ইতিমধ্যেই নেটমাধ্যমে একের পর এক ছবি ভাইরাল হতে থাকে তাঁর। এমনকি, ভক্তদের জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খোলা হয়েছে মাম্মিক্কার।

নেটিজেনদের অনেকেই মাম্মিক্কার ছবিগুলি দেখে তাঁকে মালয়ালম অভিনেতা বিনায়কনের সাথে তুলনা করেছেন। যদিও, রাতারাতি তারকার হয়ে গেলেও এখনও নিজের অতীতকে ভোলেননি মাম্মিক্কা। যে কারণে দিনমজুরি ছাড়বেন না বলেও জানিয়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর