চা খেতে গিয়ে নিছকই মজার ছলে কাটেন লটারি, ৩০ টাকার টিকিটে কোটিপতি শ্যালক ও ভগ্নিপতি

বাংলাহান্ট ডেস্ক : ভাগ্যের চাকা কখন কিভাবে ঘুরে যায় তা কেউ আগে থেকে বলতে পারেনা। বিগত কয়েক বছরে আমরা দেখেছি আমাদের দেশে বিভিন্ন গ্রাম গঞ্জের বহু মানুষ লটারি কেটে কোটি টাকা জিতেছেন। তাদের মধ্যে কেউ অটো চালক, আবার কেউ দিনমজুর। সম্প্রতি আবারও এমন একটি ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে। শ্যালক ও ভগ্নিপতি কয়েক মুহূর্তের মধ্যেই লটারি কেটে হয়ে গেলেন কোটিপতি।

মালদহের হরিশচন্দ্রপুরের এই ঘটনায় উচ্ছ্বসিত দুই পরিবার। লটারিতে কোটি টাকা বিজয়ী পিন্টু সাহা ও কৃষ্ণ দাস সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক। দুজনে মিলে গিয়েছিলেন চা খেতে। সেই সময় হঠাৎ খেয়াল হতে নিছকই কৌতূহলের বশে ৩০ টাকা দিয়ে কেটে ফেলেন ডিয়ার লটারি।

বিকাল ৫ টা বেজে ৫০ মিনিটে কাটা এই লটারির ফল প্রকাশ হয় সন্ধ্যা ৬ টায়। ফল প্রকাশ হতে দেখা যায় এই লটারিতে কোটি টাকা পেয়েছেন তারা। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহা একটি ছোট পানের দোকান চালান। সম্পর্কে শ্যালক কৃষ্ণ দাস তার সাথেই থাকেন। পিন্টু ও কৃষ্ণ জানিয়েছেন, চা খেতে গিয়ে অনেকটা খেয়াল বশেই লটারি টিকিট কাটি। এরকম ভাবে যে জিতে যাব তা ভাবতে পারিনি। অনেক কষ্টের সংসার চালাতে হয়। এবার কিছুটা সুরাহা হবে।তারা জানিয়েছেন, এই লটারির টাকা দুজনেই ভাগ করে নেবেন। এতদিন পর্যন্ত যেভাবে তারা একসাথে থাকতেন ভবিষ্যতে তেমনই থাকবেন। ডিয়ার লটারিতে কোটি টাকা জয়ের পর দুই পরিবারই এখন খুশির হাওয়া।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর