মহাকুম্ভে মা-বাবার সাথে সাক্ষাৎ অভয়ের? তবে কী এবার ঘরে ফেরার পালা? যা বললেন IIT বাবা…

বাংলাহান্ট ডেস্ক : মহাকুম্ভে (Maha Kumbh) ভাইরাল IIT বাবাকে নিয়ে চর্চা যেন থামছেই না। আইআইটি বাবার উত্থান হোক কিংবা আখড়া থেকে তাকে বহিষ্কার, সবকিছুই উঠে এসেছে খবরের শিরোনামে। ইতিমধ্যেই এই সন্ন্যাসীর বাড়ির লোক তার খোঁজ পেয়েই ছুটে এসেছেন মহাকুম্ভে (Maha Kumbh)।

মহাকুম্ভে (Maha Kumbh) দাঁড়িয়েই বড় আপডেট IIT বাবার

কিন্তু, কুম্ভ মেলা (Kumbh Mela) থেকে যে খালি হাতে ফিরতে হবে তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে অভয় সিংয়ের বাবা কর্ণের। ভাইরাল IIT বাবা ওরফে অভয় সিং একসময় পাড়ি দিয়েছিলেন কানাডায়। বাড়ির লোক অবশ্য স্পষ্ট জানাচ্ছেন, মাস গেলে ৩ লাখ টাকা বেতন পেলেও মনে কোন আনন্দ ছিল না অভয় সিংয়ের। আর আজ তো তিনি ঘরছাড়া।

From Maha Kumbh IIT baba comments for family

কী করে কী হল, কেনই যে বা হল— তার কিছুই বুঝে উঠতে পারছেন না কর্ণ। ১১ মাস আগে বাড়ি ছাড়া ছেলের সঙ্গে দেখা হবে এই আশা নিয়েই সস্ত্রীক মহাকুম্ভে এসে হাজির হয়েছিলেন কর্ণ। তবে, ছেলে তার সব আশায় জল ঢেলে দিয়েছে। হরিয়ানার ঝজ্জর জেলা কোর্টের আইনজীবী কর্ণের যেন আজকাল সবকিছুই তালগোল পাকিয়ে যাচ্ছে।

আরোও পড়ুন : ‘মারধর করা হয়েছে… যেখানে খুশি সই করিয়ে নিচ্ছে’! সাজা ঘোষণার আগেই সব ফাঁস করলেন সঞ্জয়?

কর্ণ জানিয়েছেন, আইআইটির প্রবেশিকার প্রস্তুতি নিতে রাজস্থানের কোটায় ছেলেকে পাঠিয়েছিলেন । পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অভয় বম্বে আইআইটিতে ভর্তিও হন। যে প্রস্তুতি, যে পড়াশোনা আর সর্বোপরি যে প্রত্যাশার চাপ নিতে না পেরে অকালে ঝরে যায় অনেক তরুণ প্রাণ, IIT বাবা সেই সব ধাপে ধাপে উতরে বিমান সংস্থায় চাকরিও পেয়েছিলেন।

From Maha Kumbh IIT baba comments for family

কর্ণের মতে, ছেলে অভয়ের মধ্যে হয়তো অবসাদ বাসা বেঁধে ছিল বলেই আজকে এমন পরিণতি। কুম্ভের আখড়া থেকে মাঝে উধাও হয়ে যাওয়া আইআইটি বাবা অবশ্য ফিরে এসে বলেছেন, কানাডায় বেতন বেশি থাকলেও খরচও ছিল খুব চড়া। পাশাপাশি অভয়ের সংযোজন, তার জন্য না ভেবে বাবা-মা ঈশ্বরচিন্তা করলেই ভাল হয়। জানিয়ে দিয়েছেন, কোনও দিন বাড়ি ফিরতেও পারেন। কিন্তু এখন নয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর