মেট্রোর সিটে ব্যাগ রাখা থেকে আলাপ, সেখান থেকে বিয়ে! এযেন এক বাস্তবের রূপকথার প্রেমের গল্প

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কে কোথায় কার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হবেন কেউ বলতে পারে না। সম্প্রতি এমনই এক রূপকথার মতো প্রেমের বাস্তব গল্প সামনে এলো সোশ্যাল মিডিয়ার দৌলতে। আসলে, এ কাহিনী যেন এক লাভ অ্যাট ফার্স্ট সাইটের গল্প।

হাইতির বংশোদ্ভুত আমেরিকা প্রবাসী তরুণী অ্যান্ডি সেই সময় নেদারল্যান্ডসের আমস্টারডামে স্নাতকোত্তরের পড়াশুনা সবে শেষ করেছিলেন।পড়াশুনা শেষ হওয়ায় পর অ্যান্ডি মনের ইচ্ছা পূরণের জন্য বেড়িয়ে পরেছিলেন দেশ ভ্রমণে। সেই ভ্রমণকালে তিনি কিছু দিনের জন্য প্যারিসে এক বন্ধুর বাড়িতে যান। প্যারিসে থাকাকালীন সময়ে তিনি সওয়ারি হন মেট্রোর। হটাৎ তিনি লক্ষ্য করেন তার বিপরীতে একটি সিটে বসে আছেন এক তরুণ।প্রথম দেখাতেই সেই তরুণকে ভালো লেগে যায় তার।

অ্যান্ডি জানিয়েছেন, এরপর তিনি তার পাশে রাখা ব্যাগটি সিট থেকে নিচে নামিয়ে রাখেন।সেই সময় উল্টো দিকে বসে থাকা তরুণটি এসে বসেন সেই জায়গায়। শুরু হয় কথাবার্তা। কথায় কথায় তারা জানতে পারেন দুজনেই আদতে আফ্রিকার বাসিন্দা।এরপর দুজনের মধ্যে চালাচালি হয় মোবাইল নম্বর।কিছুদিন পর অ্যান্ডি ফিরে যান আমেরিকা। এরপর ফোনের মাধ্যমেই চলতে থাকে তাদের বন্ধুত্বের পর্ব।সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসার। এরপর দুই হৃদয় এক করে তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে।

marriage specialis

এই দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প এখন রীতিমতো হট টপিক নেট মাধ্যমে। অনেকেই বলছেন এ যেনো এক রূপকথার গল্পের বাস্তব রূপ। এদের ভালোবাসার খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নব দম্পতিকে আশির্বাদ ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।আগামী দিনগুলোতেও সুখে ও ভালোবাসায় থাকুন ওরা এটাই চাওয়া আমাদেরও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর