আর কোনও দুর্নীতি নয়৷ এবার সরকারি কর্মচারীদের ঘুরতে যাওয়ার নামে ভুয়ো বিল জমা দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে মোটা টাকা আদায়ের পদ্ধতি অতীত হতে চলেছে৷তাই দুর্নীতি রুখতে এ বার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ এবার থেকেই যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা এলটিসি ছুটি নিয়ে ঘুরতে যাবেন তাঁদের ক্ষেত্রে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে বিমান বা রেলের টিকিট কাটতে হবে৷ কোনও অবৈধ ভাবে টিকিট কেটে সেই বিল জমা দিয়ে মোটা টাকা আদায়কে বরদাস্ত করবে না রাজ্যের অর্থ দফতর৷ এমনকি কোনো ভ্রমণকারী সংস্থার কাছ থেকেও টিকিট কাটলেই চলবে না৷ একমাত্র টিকিট কাউন্টার থেকে কাটা টিকিট গ্রাহ্য করবে সরকার৷
উল্লেখ্য রাজ্য সরকারি কর্মচারীরা এলটিসি ছুটি নিয়ে অনেক সময় অবৈধভাবে টিকিট কেটে খাওয়া থাকা বাবদ মোটা টাকা রাজ্য সরকারের তরফ থেকে আদায় করে ন৷ এর ফলেই রাজকোষের আর্থিক সঙ্কট দেখা দেয় তাই সেই ব্যবস্থায় লাগাম টানতে চাইছে সরকার৷ জানা গিয়েছে এ বার আর খাওয়া দাওয়া বা থাকার জন্য কোনও টাকা দেওয়া হবে না৷ এ ছাড়াও কোনও ভ্রমণ সংস্থার থেকে বিল নিয়ে রাজ্য সরকারের কাছে দেওয়া যাবে না কারণ ওই বিলেই গলদ রয়েছে বলে খবর৷ এই বিলের মাধ্যমে খরচের থেকে অতিরিক্ত পরিমাণে টাকা নেওয়ার প্রবণতা তৈরি হয় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে৷