নন্দীগ্রাম মামলাঃ বিচারপতি কৌশিক চন্দর বদলে এবার মুখ্যমন্ত্রীর ভাগ্য নির্ধারণ করবেন ইনি

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) হারার পর থেকেই গণনায় কারচুপির অভিযোগে সরব হয়েছিল তৃণমূল (TMC)। তাই নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টেও। মামলা উঠে বিচারপতি কৌশিক চন্দের (Kaushik Chanda) বেঞ্চে। তারপর থেকেই যথেষ্ঠ সরগরম রাজ্য রাজনীতি। এমনকি কৌশিক চন্দের বিরুদ্ধে তোলা হয়েছে একাধিক অভিযোগও। শেষ পর্যন্ত গত সপ্তাহে বুধবার এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি চন্দ।

তবে তিনি শুধু সরেই দাঁড়াননি সাথে সাথে বিচার ব্যবস্থার ওপর আস্থা না রাখার জন্য মামলাকারী মমতা ব্যানার্জির উপর ৫ লক্ষ টাকা জরিমানাও করেন তিনি। বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে বলেই এই জরিমানা বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি চন্দ। যা নিয়ে ফের একবার তুমুল জল ঘোলা হয় রাজ্য রাজনীতিতে।

তবে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছিলেন আগামী দিনে কোন বিচারপতি এই মামলার ভার গ্রহণ করবেন মাস্টার অব রোস্টার হিসেবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।

Mamata Banerjee say once I will go to jail: Suvendu Adhikari

সেই সূত্র ধরেই সোমবার জানা গেল নন্দীগ্রাম মামলা উঠবে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই নন্দীগ্রাম মামলা নতুন করে শুনানি হওয়ার কথাও জানা গিয়েছে। ইতিমধ্যেই যথেষ্ট জল ঘোলা হয়েছে নন্দীগ্রামের ভোটগননাকে কেন্দ্র করে। তারপর আদালতে মামলা উঠলেও তা নিয়েও তর্ক বিতর্ক কম হয়নি। এখন আগামী দিনে এই মামলার সিদ্ধান্ত কি হয় সে দিকেই নজর থাকবে সকলের।

Abhirup Das

সম্পর্কিত খবর