এবার থেকে প্রত্যেক সিরিজেই একটা করে দিনরাত্রি টেস্ট ম্যাচ করার পরিকল্পনা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির।

দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচ, ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম দিনরাত্রি টেস্টই সুপারহিট। পুরো ইডেন ভরে উঠেছিল দর্শকে একটাও সিট খালি ছিল না। কিন্তু তার সত্ত্বেও পিঙ্ক টেস্টের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিনরাত্রি টেস্টের ভবিষ্যত কতটা সুদূর প্রসারী। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এইদিন দাদার সাফ কথা এবার থেকে প্রতিটি হোম সিরিজেই একটা করে টেস্ট ম্যাচ দিনরাত্রি করার পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

বিসিসিআই প্রেসিডেন্ট পদে যোগদান করার পরই সৌরভ গাঙ্গুলি দিনরাত্রী টেস্ট ম্যাচ করা নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। উনার চেস্টায় দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচ আয়োজিত হয়। আর এইদিন দিনরাত্রি টেস্ট নিয়ে দাদা বললেন আমার মনে টেস্ট ক্রিকেট কে বাঁচিয়ে রাখতে এখনই সামনের দিকে তাকানো উচিৎ। তাই আমার মনে হয় টেস্ট ক্রিকেটের আকর্ষণ ধরে রাখতে প্রত্যেক হোম সিরিজে একটা করে দিনরাত্রি টেস্ট খেলা উচিৎ।

1902160112927dc4231815395cb314ff3ac9bd4e3

ইডেন গার্ডেন্সে মাত্র আড়াই দিন চলেছিল দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচ, আর সেই ম্যাচে আড়াই দিনেই দেড় লক্ষের বেশি দর্শক খেলা দেখতে এসেছিল। আর এবার এই উদ্দ্যোগেই দিনরাত্রি টেস্টের জনপ্রিয়তা পুরো দেশজুড়ে ছড়িয়ে দিতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

Udayan Biswas

সম্পর্কিত খবর