সরকারি দফতরে যাওয়ার দিন শেষ! এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন এই ৬ সার্টিফিকেট

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান যুগ অনলাইনের যুগ। আর যুগের সাথে তাল মিলিয়ে চলছে একাধিক বদলের পথে হাঁটছে রাজ্য (West Bengal Government)। এবার সাধারণ মানুষের হয়রানি কমাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। জানিয়ে রাখি এবার থেকে সার্টিফিকেটের জন‍্য আর পঞ্চায়েত দফতরে ঘুরতে হবে না। মানুষের অতি প্রয়োজনীয় ছ’ধরনের শংসাপত্র (Certificate) এবার থেকে মিলবে বাড়িতে বসেই।

জানিয়ে রাখি এবার থেকে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র, ডিসট্যান্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এই সমস্ত মিলবে অনলাইনে। যাতে খুব সহজে সাধারণ মানুষ এই সব নথি হাতে পেয়ে যান, সেই লক্ষ্যে অনলাইন ব্যবস্থা চালু করছে রাজ‍্য সরকার।

আরও পড়ুন: ‘ভোঁতা জিনিস বা কন্ডোম…’, আরজি করের ধর্ষণ-খুন একজনেরই কাণ্ড? ঘটনায় নয়া মোড়!

এতদিন পর্যন্ত এই সব শংসাপত্র পেতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হত। তবে এবার থেকে আর সেই ঝক্কি থাকছে না। যদিও এক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। অনলাইনে এই সব সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে। প্রথমত এগুলো পেতে গ্রাহককে মোবাইল নম্বর সহ কিছু তথ‍্য নথিভুক্ত করতে হবে।

Govt 1

আরও পড়ুন: ক্রমশ গভীর হচ্ছে সম্পর্ক! ৫৩ বছর পর বাংলাদেশে “এন্ট্রি” পাকিস্তানি সেনার, চিন্তা বাড়ছে ভারতের

রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি গেলে শংসাপত্র নেওয়া যাবে। ফলত আর সরকারি দফতরের চক্কর কাটতে হবে না কাউকে। অনলাইন সাইট থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে সার্টিফিকেট। অনলাইনে এসব সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া চালু হলে সময় সাশ্রয় করা যাবে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর