বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর (October) মাস শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। এমতাবস্থায়, ১ অক্টোবর থেকেই সরকার একাধিক নিয়ম পরিবর্তন করে নতুন নিয়মগুলি কার্যকর করতে চলেছে। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এই পরিস্থিতিতে, আগে থেকেই আমাদের সেই সমস্ত নিয়মগুলি জানা উচিত। মূলত, আগামী মাস থেকে ডিম্যাট অ্যাকাউন্ট, অটল পেনশন যোজনা, মিউচুয়াল ফান্ডে নমিনেশন সহ, কার্ড টোকেনাইজেশন এবং ছোট সঞ্চয় প্রকল্পে সুদের নিয়মে পরিবর্তন হতে চলেছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
ডিম্যাট অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন সম্পন্ন করতে হবে: ইতিমধ্যেই সরকার সমস্ত ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডার্সদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন (Two-factor authentication) সম্পূর্ণ করতে বলেছে। এদিকে, যদি কোনো ডিম্যাট অ্যাকাউন্টধারী নির্ধারিত তারিখের আগে এই প্রক্রিয়া সম্পন্ন না করেন সেক্ষেত্রে তিনি ১ অক্টোবর থেকে তাঁর অ্যাকাউন্টে আর লগ-ইন করতে পারবেন না বলে জানা গিয়েছে।
মিউচুয়াল ফান্ডে নমিনেশন: সরকার কর্তৃক জারি করা নতুন নিয়ম অনুসারে, এখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী ব্যক্তিদের ১ অক্টোবর, ২০২২ থেকে নমিনেশন ডিটেলস প্রদান করা আবশ্যিক করা হয়েছে। এমতাবস্থায়, যদি কোনো বিনিয়োগকারী তা করতে ব্যর্থ হন, তাহলে তাঁকে একটি ডিক্ল্যারেশন ফর্ম পূরণ করতে হবে। যেখানে উল্লেখ থাকবে যে, তিনি নমিনেশনের সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে সরকার মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিকে যে নির্দেশিকা দিয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিনিয়োগকারীদেরকে নমিনেশন পূরণের জন্য ফিজিক্যাল এবং ডিজিটাল উভয় বিকল্প দিতে হবে। প্রথম বিকল্পের (ফিজিক্যাল) ক্ষেত্রে বিনিয়োগকারীদের ফর্ম পূরণ করে স্বাক্ষর করতে হবে। অপরদিকে, ডিজিটাল পদ্ধতিতে বিনিয়োগকারীদের ই-সাইন করতে হবে।
আয়কর প্রদানকারীদেরকে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে: আগামী মাস থেকে অটল পেনশন যোজনার নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে সরকার। জানা গিয়েছে, এবার দেশে যাঁরা আয়কর দেন তাঁরা অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারবেন না। ১ অক্টোবর থেকেই এই নিয়ম কার্যকর হবে। মূলত, এর আগে ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনো সাধারণ নাগরিক অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারতেন। পাশাপাশি, ৬০ বছর বয়সের পরে, সরকার তাঁদের প্রতি মাসে ৫ হাজার টাকা পেনশনের সুবিধাও প্রদান করে।
চালু হবে টোকেনাইজেশন সিস্টেম: ১ অক্টোবর থেকে দেশে টোকেনাইজেশন ব্যবস্থা কার্যকর হতে চলেছে। অর্থাৎ, এটি চালু হওয়ার পরে এবার থেকে কোনো ই-কমার্স ওয়েবসাইট বা পেমেন্ট গেটওয়ে আপনার কার্ডের তথ্য সংরক্ষণ করতে সক্ষম হবে না। যার ফলে গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঝুঁকিও কমবে।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ: দেশে এবার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদ বাড়ানোর ঘোষণা করা হতে পারে। কারণ আরবিআই (RBI) রেপো রেট বাড়ানোর পর থেকে দেশের প্রায় সব ব্যাঙ্কই সুদের হার বাড়িয়েছে। এমতাবস্থায়, আগামী ৩০ সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর ক্ষেত্রে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।