রাশিয়া থেকে আমেরিকা, ভারতকে পাশে পেতে তৎপর বিশ্বের শক্তিশালী দেশগুলো

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইউরোপের বিভিন্ন দেশ সহ রাশিয়াও যে ক্রমশ ভারতের ওপর নির্ভরশীল হয়ে উঠছে তা বলা যায়। সকলেই ভারতকে পাশে পাওয়ার চেষ্টায় রয়েছে।

শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে আসা লিজ ট্রুস। ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয় বলেই খবর। এরপূর্বে ব্রিটিশ হাইকমিশন থেকে বিবৃতি জারি করে বলা হয়, “যুদ্ধ পরিস্থিতিতে সমস্ত গণতান্ত্রিক দেশগুলোর একসাথে কাজ করার বিষয়টি নিয়েই লিজ জোর দেবেন।” তাদের পক্ষ থেকে বলা হয়, “ভবিষ্যতে দুটি দেশের কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে দুপক্ষের।”

অপরদিকে আমেরিকা চেষ্টা করে চলেছে ভারতের ওপর চাপ বজায় রাখার। সেই কারণে সেখানকার বাণিজ্য সচিব রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গে বলেন,” বর্তমানে আমেরিকা এবং আরও বহু দেশের সঙ্গে থাকার সময় এসেছে। স্বাধীনতা, গণতন্ত্র এবং ইউক্রেনবাসীর পাশে থাকার সময় এসেছে। রাশিয়ার প্রেসিডেন্টকে অর্থ যোগান দেওয়ার সময় এটা কখনোই হতে পারেনা।” গত বুধবার বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন আমেরিকার বিদেশ সচিব।

এছাড়াও সূত্রের খবর, নেদারল্যান্ডসের নিরাপত্তা উপদেষ্টা বিদেশ মন্ত্রকের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেন। অপরদিকে রাশিয়াও যে চুপ করে বসে আছে, তা নয়। সেখানকার বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে তাদের সঙ্গে বাণিজ্য এবং সে দেশ থেকে অশোধিত তেল আমদানি আরো বাড়ানোর কথা বলেন।

Sayan Das

সম্পর্কিত খবর