সরবে নিম্নচাপ, কালীপুজোতে ঝলমলে আকাশ

বাংলা হান্ট ডেস্ক : বুধবার বিকেল থেকেই শুক্রবার গভীর রাত অবধি টানা দুদিন ধরে মুষলধারে বৃষ্টির জেরে কার্যত জেরবার জনজীবন৷ শুক্রবার সকাল থেকে বিকেল অবধি এক ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে৷ আকাশে মেঘ ও বৃষ্টি দেখে কার্যত কালীপুজোতে সিঁদুরে মেঘ দেখছে আম জনতা৷ কারণ বৃষ্টির জেরে ইতিমধ্যেই প্যান্ডেলের শেষ পর্যায়ে কাজ ব্যাহত হয়েছে তাঁর উপরে যেভাবে আকাশ মেঘলা তাতে চিন্তার ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদেরও৷ কিন্তু এর মধ্যেই সুখবর শোনাল আবহাওয়া দফতর৷3996qkayjs9mlemsuuddfxhyws3hf6b9w7x19224537

শনিবার সকাল থেকে আসতে আসতে আকাশ পরিষ্কার হতে শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ অব্যাহত, তবুও কালীপুজোর দিন অর্থাত্ রবিবার মেঘ সরে গিয়ে আকাশের রোদ্দুর দেখা দিতে পারে এমনটাই বলছেন আবহবিদরা৷ যদিও শনিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু নিম্নচাপ সরে যাওয়ায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷ কিন্তু রবিবার মেঘ সরে গিয়ে আকাশ রোদ মুখর হয়ে উঠবে বলেই সম্ভাবনা রয়েছে৷ তাই পুজোর দিন কিছুটা হলেও স্বস্তি মিলবে৷

অন্য দিকে টানা দু দিন লাগাতার বর্ষণের জেরে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছে৷ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম৷ তবে আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও বাড়বে বলে খবর৷ তবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেভাবে জড়িয়ে বাস ঢুকছে তাতে শনিবার দুপুর থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু রবিবার থেকে আর বৃষ্টি সেভাবে সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর তাই সভাপতি খুশির হাওয়া রাজ্যবাসীর মধ্যে৷


সম্পর্কিত খবর