শুভেন্দুর দুটি মামলা থেকে নিজেই সরে দাঁড়ালেন! কারণ হিসেবে যা জানালেন বিচারপতি মান্থা

বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) আর শুনবেন না শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দুটি মামলা। এর আগে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হয় যে দ্রুত শোনা হচ্ছে না মামলাগুলি। যদিও রাজ্যের আবেদনে সারা দেয়নি সুপ্রিম কোর্ট। মামলা গুলি পাঠিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে।

উল্লেখ্য, বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা পুলিশের ২৬ টি এফ আই আর এর উপর। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য মামলা করে ডিভিশন বেঞ্চে। কিন্তু সেখানেও কোনও সুরাহা পায়নি রাজ্য। এরপর রাজ্যের তরফ থেকে মামলা করা হয় সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টের (Supreme Court) পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, এই মামলায় তারা কোনও হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্ট বলে, আগের মামলায় যদি কোনও রদবদল করতে হয় তাহলে তা করবে হাইকোর্ট। রাজ্যকে আবেদন করতে হবে হাইকোর্টে (High Court)। তবে, বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়।

এদিন বিচারপতি রাজাশেখর মান্থা সরে দাঁড়ানোর নির্দেশ দিতে গিয়ে লিখিত ভাবে বলেন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এমনভাবে আবেদন করল যাতে মনে হচ্ছে আবেদনকারীর জন্য দেরি হচ্ছে মামলার শুনানিতে। কিন্তু আদালত দেখছে এই মামলার শুনানিতে কোনো পক্ষই আগ্রহী নয়। তাই এই আদালত এই মামলা থেকে সরে দাঁড়াল।

Mantha

প্রসঙ্গত, বিচারপতি পার্থসারথি সেন এর আগে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই সময় হাইকোর্টের প্রধান বিচারপতি মামলাগুলি পাঠান বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি রাজাশেখর মান্থাও বৃহস্পতিবার সরে দাঁড়ালেন এই মামলা থেকে। এরপর এই মামলা নতুন করে কোন বিচারপতির এসলাসে যায় এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর