আজ থেকে নিজেদের আই লিগ অভিযান শুরু করতে চলেছে কিবু ভিকুনার মোহনবাগান। আজ আইজল এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের আইলিগ অভিযান শুরু করতে চলেছেন মোহনবাগান। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন আজকে একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। কারণ একদিকে যেমন মোহনবাগানে রয়েছে স্পেনিশ ফুটবলারদের ছড়াছড়ি, তেমনি অপরদিকে আইজলে রয়েছে পাহাড়ি ছেলেরা। আজকের ম্যাচের যাবতীয় উত্তেজনা স্প্যানিশ আর্মাডা বনাম পাহাড়ি ছেলেদের প্রাণখোলা শক্তি এবং দুর্দান্ত গতির।
গতবারে এই পাহাড়ী দলটির বিরুদ্ধে পাহাড়ে গিয়ে তিন পয়েন্ট পেলেও ঘরের মাঠে আইজল এফসির কাছে আটকে গিয়েছিল মোহনবাগান। আর তাই এই পাহাড়ি দলটিকে নিয়ে কিছুটা হলেও সাবধানী মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। গত পাঁচ মাস ধরে এই মোহনবাগান দলটাকে কোচিং করাচ্ছেন কিবু কিন্তু এখনও পর্যন্ত কোন ট্রফি ঘরে আসেনি মোহনবাগানের। আর তাই আই লীগকে বাড়তি দিচ্ছে কিবু ভিকুনা। এর আগে কলকাতা লীগ, ডুরান্ড কাপ এবং বাংলাদেশের শেখ কামাল কাপে খেলতে গিয়েছিল মোহনবাগান, সেই টুর্নামেন্ট গুলিতে ভালো পারফরম্যান্স করলেও ট্রফি জিততে পারে নি মোহনবাগান। তাই এই আই লিগ মোহনবাগান কোচের কাছে কার্যত অগ্নিপরীক্ষা।
এইদিন মোহনবাগান কোচ কিবু ভিকুনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমরা ইতিমধ্যেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। দলের খেলায় আমি খুশি তা সত্বেও পাহাড়ি প্রতিপক্ষ চিন্তায় রাখছে মোহনবাগানকে। কারণ সেখানে বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে বেশির ভাগই তরুণ ফুটবলার 90 মিনিট সমান তালে দৌড়াতে পারেন তারা। অপরদিকে এখনো পর্যন্ত কৃত্রিম মাঠে প্র্যাকটিস করার সুযোগ পায়নি মোহনবাগান। আর যেহেতু এই ম্যাচ আইজলের ঘরের মাঠে খেলা হবে তাই সেখানে পুরো স্টেডিয়াম ভর্তি থাকবে তাদের দর্শকে। এই কারণেই প্রথম ম্যাচ খেলতে নামার আগে কিছুটা হলেও চিন্তিত করছে মোহনবাগান কোচ কিবু ভিকুনা।