বাংলাহান্ট ডেস্ক : রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েও সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না এক পুলিশ আধিকারিকের। ব্যাঙ্কে আচমকা ১০ কোটি টাকা আসার পরে মহা ফাঁপরে পড়ে গেলেন সেই পুলিশ আধিকারিক। ঘটনাটি পাকিস্তানের করাচি শহরের।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে, করাচি শহরের বাহাদুরাবাদ থানার এই পুলিশ আধিকারিকের অ্যাকাউন্টে হঠাৎই ১০ কোটি টাকা ঢোকে। এরপর রাতারাতি তিনি হয়ে যান কোটিপতি। ওই পুলিশকর্মীর মাসিক বেতন সহ মোট ১০ কোটি টাকা জমা পড়ে অ্যাকাউন্টে।
আমির গোপাং নামের ওই পুলিশ কর্মী জানিয়েছেন, “এত টাকা আমার অ্যাকাউন্টে চলে আসায় আমি রীতিমতো তাজ্জব হয়ে যাই। কারণ এর আগে কয়েক হাজার টাকার বেশি আমার অ্যাকাউন্টে ছিল না। এই ব্যাপারটি জানার পর আমি যোগাযোগ করি ব্যাঙ্কের সাথে। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় যে সত্যিই আমার অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে।”
ব্যাঙ্কের তরফ থেকে ইতিমধ্যেই ওই পুলিশ অফিসারের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তার এটিএম কার্ড ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই পুলিশ আধিকারিক জানিয়েছেন এর ফলে তাকে পড়তে হচ্ছে নানান সমস্যায়। অন্যদিকে, এই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। কোন অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা আসলো সেদিক খতিয়ে দেখছে তারা।
পাকিস্তানের অন্যান্য কয়েকজন পুলিশ কর্মীর সাথেও ঘটেছে এই ঘটনা। স্থানীয় সূত্র অনুযায়ী, লারকানায় তিন জন পুলিশ আধিকারিক এবং সুক্কুরে এক জন পুলিশ আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা করে পাঠানো হয়েছে বিভিন্ন অজানা সূত্র থেকে। কে বা কারা কি উদ্দেশ্যে এই টাকাগুলো পাঠালো সে বিষয়টি নিয়ে চিন্তিত পুলিশ মহল। এই বিষয়গুলি নিয়েও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ।