রেকর্ডের সামনে মেসি, ইতিহাস গড়বেন কোহলি? ২০২৩-এ সত্যি হয়ে উঠবে এই বিশেষ মুহূর্তগুলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ সমাপ্ত, আজ থেকে সূচনা হয়েছে ২০২৩ ক্যালেন্ডার বর্ষের। এই বছরটিও ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত বিশেষ হতে পারে। গতবছর ক্রীড়াজগতে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup 2022), ফুটবল বিশ্বকাপ (Football World Cup 2022) সব মিলিয়ে ক্রীড়াপ্রেমীরা মনে রাখার মতো একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার পেয়েছেন। ২০২৩ সালেও তৈরি পারে এমন স্মরণীয় মুহূর্ত। সম্ভাব্য সেইরকম ৪ মুহূর্ত নিয়েই আজকের এই প্রতিবেদন

Team India 39

৪. ভারতের বিশ্বজয়: শেষবার যখন ওডিআই বিশ্বকাপ আয়োজন হয়েছিল ভারতের মাটিতে তখন মহেন্দ্র সিংহ ধোনির দল বিশ্বজয়ীর শিরোপা ঘরে তুলেছিল। তারপরের দুই সংস্করণেও আয়োজক দেশই বিশ্ব সেরার খেতাব দখল করেছে। এই বছর ইতিহাসে প্রথমবার ভারত একক ভাবে বিশ্বকাপ (ODI World Cup 2023) আয়োজন করছে। যদি সাম্প্রতিক ধারা অব্যাহত থাকে তাহলে রোহিত শর্মার হাতে বিশ্বকাপের ট্রফি ওঠার বড় সম্ভাবনা রয়েছে।

team india test team

৩. টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনাল: চলতি বছরের মার্চ মাসে ভারতীয় দল (Team India) ঘরের মাটিতে অস্ট্রেলিয়ান দলের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলবে। ওই সিরিজে জিতলেই প্রথম দল হিসেবে ভারতীয় দল দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final) খেলার রেকর্ড গড়বে। জুন ২০২৩-এ ইংল্যান্ডের ওভালে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়াই।

Messi neymar

২. মেসি নেইমারের ঐতিহাসিক কীর্তি: ২০২২ সালে বিশ্বকাপ জিতেছেন মেসি (Lionel Messi)। ফুটবল বিশ্বে একজন ফুটবলারের পক্ষে যা যা জেতা সম্ভব তা সবই ঝুলিতে পুরে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে চলতি বছর যদি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি (PSG) বিজয়ী হয়, তাহলে তিনি এবং তার সতীর্থ নেইমার (Neymar Jr) দুটি ক্লাবের হয়ে ইউসিএল জেতার রেকর্ড গড়বেন, যে রেকর্ড হাতে গোনা কয়েকজন ফুটবলারের আছে

kohli 72nd 100

১. কোহলির কেরামতি: চলতি বছরে ঘরের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপ যদি ভারত জিততে চায় তাহলে বিরাট কোহলির (Virat Kohli) ফর্মে থাকাটা জরুরি। তিনি যদি নিজের দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেন, তাহলে প্রথম ও একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটি ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন বিরাট।

Reetabrata Deb

সম্পর্কিত খবর