সারাক্ষণ মায়ের জন্য মন কাঁদছে কৌশাম্বির! মা’কে ছাড়া ম্যাড়মেড়ে বিয়ের পর প্রথম জন্মদিন

বাংলা হান্ট ডেস্ক: মা ছাড়া গোটা দুনিয়াটাই যেন অন্ধকার। বিয়ের মাত্র  দেড় মাসের মাথায় মাকে হারিয়ে একথাই যেন বারবার মনে পড়ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty)। বিয়ের পর প্রথম জন্মদিন প্রত্যেকের কাছেই খুবই স্পেশাল হয়। কিন্তু এবছর মায়ের মৃত্যুতে শোকেই  পাথর ‘ফুলকি’ ধারাবাহিকের অভিনেত্রী।

মা’কে ছাড়া কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রথম জন্মদিন

তাই প্রত্যেক বছর মায়ের হাতের রান্না খেয়েই জন্মদিন শুরু হলেও এবছর তাঁর জন্মদিনটা বড়ই ম্যাড়মেড়ে। ‘মিঠাই’ খ্যাত সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের সাথে  দীর্ঘদিনের চর্চিত প্রেমের অবসান ঘটিয়ে সবে মাত্র সংসার পেতেছিলেন কৌশাম্বি (Kaushambi Chakraborty)। কিন্তু সুখে সংসার পাতার মাত্র কয়েকদিনের মধ্যেই  অভিনেত্রীর মা চলে গেলেন একেবারে না ফেরার দেশে।

আর এই ঘটনাই যেন আচমকা ওলট-পালট করে দিয়েছে অভিনেত্রীর গোটা জীবন। গত ২৯ জুন মৃত্যু হয়েছে কৌশাম্বীর মায়ের। তারপর থেকে কেটে গিয়েছে দু’সপ্তাহ। কিন্তু অভিনেত্রীর মনে এখনও দগদগে ক্ষত। তবে জীবনের এই কঠিন সময়টায় তাঁকে সারাক্ষণ আগলে রেখেছেন তাঁর  স্বামী। তবে মা’কে  ছাড়া এই প্রথম জন্মদিন কাটানোর কথা ভেবেই ডুকরে কেঁদে উঠছেন অভিনেত্রী।

আরও পড়ুন: চোখে সরু ফ্রেমের চশমা, কাঁধে ব্যাগ! ছবির এই যুবক এখন বাংলার জনপ্রিয় গায়ক, কে বলুন তো?

তবে অভিনেত্রী এবছর আর কেক কাটতে আগ্রহী নন। শুধু জন্মদিনের বিকেলে এক বৃদ্ধাশ্রমে যাওয়ার ইচ্ছা রয়েছে অভিনেত্রীর। সেখানকার সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়ার ইচ্ছা আছে বলেই জানিয়েছেন অভিনেত্রী। কৌশাম্বীর কথায়, ‘এই বছর এইটুকুই এর বেশি কিছু নয়’।

Kaushambi Chakraborty

মায়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগপ্রবণ পোস্ট করেছিলেন কৌশাম্বি। ডুকরে কেঁদে অভিনেত্রী লিখেছিলেন, ‘ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কি করব এবার মা? কে বুঝবে আমায় তোমার মত করে?’ তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আর একটাও পোস্ট করেননি অভিনেত্রী। তাই  তাঁকে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর