বেসরকারি চাকুরীজীবীদের জন্য সুখবরঃ নতুন আইনে সপ্তাহে ৩ দিন ছুটির পরও মিলবে ফুল বেতন

বাংলাহান্ট ডেস্কঃ বেসরকারি চাকুরীজীবীদের (Private employee) জন্য এক নয়া ফর্মান জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। যেখানে তাদের সপ্তাহে মাত্র ৪ দিন করে কাজ করলেই মিলবে সম্পূর্ণ বেতন। অর্থাৎ সপ্তাহে ৩ দিন করে ছুটি পেতে পারবেন তারা।

বর্তমান সময়ে কাজের চাপে বেসরকারি চাকুরীজীবীদের ব্যাক্তিগত জীবন বলতে আলাদা করে কিছুই থাকে না। সপ্তাহের সবকটি দিনই তাদের প্রায় অফিসেই কেটে যায়। সপ্তাহের শেষে হয়ত একদিন বা দুদিন ছুটি পান কেউ কেউ। তবে এবার থেকে সরকারের এক নিয়মের মাধ্যমে তারা এক দিন বা দুদিন নয়, সপ্তাহে ৩ দিন ছুটি পেতে পারবেন।

stockfresh 8245621 female customer services agent in call center sizeS

কাজের পরিবেশ স্বাস্থ্যকর করে তুলতে, ইউনিয়ন লেবার কোড অনুযায়ী বেসরকারি সংস্থার কর্মীদের ছুটির ক্ষেত্রে এমনই এক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে সরকারের নতুন আইন কার্যকর হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে শ্রম দফতর।

কর্মক্ষেত্রে কর্মীর মানসিক শান্তি ও সামাজিক সুরক্ষা যেমন সরকারের কর্তব্য, তেমনই কাজের সময়ের পাশাপাশি পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য, কাজের শর্ত, ওয়েজেস কোড ও সামাজিক সুরক্ষা ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা করেছে সরকার।

IMG 20150723 WA00361

কেন্দ্র সরকারের এই নতুন আইনের বিষয়ে ইউনিয়ন লেবার সেক্রেটারি অপূর্ব চন্দ্র জানিয়েছেন, এখনই কোন সংস্থার উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না এই নিয়ম। আগে ভালো করে সংস্থা এবং তাদের কর্মীদের সঙ্গে কথা বলে, তাদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্র সরকারের এই নতুন নিয়মে বলে হয়েছে- বেসরকারি সংস্থাগুলিতে সপ্তাহে ৪৮ ঘণ্টা করে কাজের সময় নির্ধারণ করা হতে পারে। তবে এই সময় তিনটি ধাপে ভাগ করা হতে পারে। প্রথম ধাপ, সপ্তাহে কর্মীদের ৬ দিন কাজ করতে হবে ৮ ঘণ্টা করে এবং ১ দিন ছুটি পাবে। দ্বিতীয় ধাপ, ৫ দিন ১০ ঘন্টা করে কাজ করে ২ দিন ছুটি পেতে পারেন কর্মচারিরা। আর তৃতীয় ধাপ হল, কর্মীরা ৪ দিন ১২ ঘণ্টা করে কাজ করে ৩ দিন দিন করে সপ্তাহে ছুটি পেতে পারেন।


Smita Hari

সম্পর্কিত খবর