বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) হতাশা এখন অতীত। এবার ভারতীয় দলের (Team India) লক্ষ্য দেশের মাটিতে বিশ্বকাপে (ODI World Cup 2023) ভালো পারফরম্যান্স করা। ২০১১ সালের পর থেকে এই প্রথমবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হবে। শেষ তিন বার আয়োজক দেশই বিশ্বকাপ ঘরে তুলেছে। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ফের একবার আশায় বুক বাঁধছেন।
ইতিমধ্যেই ভারতের গোটা বিশ্বকাপের সূচি প্রকাশ্যে চলে এসেছে। সমর্থকদের সুবিধার জন্য বিষয়টি সকলের সামনে তুলে ধরা হলো:
● ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ই অক্টোবর, চেন্নাই
● ভারত বনাম আফগানিস্তান, ১১ই অক্টোবর, দিল্লি
● ভারত বনাম পাক, ১৫ই অক্টোবর, আহমেদাবাদ
● ভারত বনাম বাংলাদেশ, ১৯শে অক্টোবর, পুনে
● ভারত বনাম নিউজিল্যান্ড, ২২শে অক্টোবর, ধর্মশালা
● ভারত বনাম ইংল্যান্ড, ২৯শে অক্টোবর, লখনউ
● ভারত বনাম কোয়ালিফায়ার টিম, ২রা নভেম্বর, মুম্বাই
● ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ই নভেম্বর, কলকাতা
● ভারত বনাম কোয়ালিফায়ার টিম, ১১ই নভেম্বর, বেঙ্গালুরু
প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল যে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কলকাতায় আয়োজিত হতে পারে। তার বদলে প্রোটিয়াদের পেয়ে কলকাতাবাসী খুশি। কোনও স্টেডিয়ামেই একটির বেশি ম্যাচ রাউন্ড রিবন পর্যায়ে খেলবে না।
এছাড়া পাকিস্তানের ম্যাচগুলির সম্পূর্ণ সূচিও এই প্রতিবেদনে উল্লেখ করা হলো। তারাও দুটি ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে। তোমার মাসের ৬ এবং ১২ তারিখে তারা প্রথম দুটি কোয়ালিফাইং দলের সঙ্গে ম্যাচ খেলবে হায়দরাবাদে। এরপর ভারতের বিরুদ্ধে ম্যাচের পরে ২০ তারিখ অস্ট্রেলিয়া, ২৩ তারিখ আফগানিস্তান এবং ২৭ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে তারা। মাসের শেষ দিনে অর্থাৎ ৩১ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইডেন গার্ডেন্সে মাঠে নামবেন বাবর আজমরা। এরপর ১২ই নভেম্বর তারা গ্রুপের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। মাঝে ৫ই নভেম্বর তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ব্যাঙ্গালোরে।